লতা মঙ্গেশকরের জন্য ভক্তদের প্রার্থনা করতে বললেন চিকিৎসক

উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর হাসপাতালের আইসিইউতে পর্যবেক্ষণে আছেন। ৯২ বছর বয়সী এই শিল্পীর হালকা উপসর্গসহ করোনা শনাক্ত হয়। এ কারণে গত সপ্তাহে দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।
Lata Mangeshkar
কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। ছবি: সংগৃহীত

উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর হাসপাতালের আইসিইউতে পর্যবেক্ষণে আছেন। ৯২ বছর বয়সী এই শিল্পীর হালকা উপসর্গসহ করোনা শনাক্ত হয়। এ কারণে গত সপ্তাহে দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।

লতা মঙ্গেশকরের সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. প্রতীত সামদানি জানিয়েছেন, মঙ্গেশকর কিছু দিন হাসপাতালে থাকবেন। তিনি আইসিইউতে পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক অবস্থা জানতে আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। আপনারা তার আরোগ্য কামনা করে প্রার্থনা করুন। তিনি হাসপাতালেই থাকবেন।

আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার মঙ্গেশকরের ভাইজি রচনা শাহ বলেছিলেন, কিংবদন্তি এই কণ্ঠশিল্পী ভালো আছেন এবং আমরা এতে খুশি। সবার প্রার্থনায় তিনি সুস্থ হয়ে উঠবেন। দয়া করে, আমাদের গোপনীয়তা মাথায় রাখুন।

শাহের মতে, মঙ্গেশকরকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল কারণ তার বয়সের কারণে বাড়তি সতর্কতার প্রয়োজন ছিলো।

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে বিবেচিত মঙ্গেশকর ১৯৪২ সালে ১৩ বছর বয়সে তার কর্মজীবন শুরু করেন। বেশ কয়েকটি ভারতীয় ভাষায় তার ৩০ হাজারের বেশি গান আছে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

নাইটিংগেল অব ইন্ডিয়া নামে পরিচিত এই কণ্ঠশিল্পী পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং দাদা সাহেব ফালকে পুরস্কার এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরষ্কার এবং সম্মাননা পেয়েছেন। তিনি ভারতরত্নও পেয়েছেন।

Comments

The Daily Star  | English

The fight against child marriage needs a new narrative

The latest official data paints an alarming picture of 41.6 percent of girls married under 18 and 8.2 percent married under the lower age of 15.

13h ago