নোয়াখালী পৌরসভা নির্বাচন কাল, সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

নোয়াখালী
স্টার অনলাইন গ্রাফিক্স

নোয়াখালী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। কাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ চলবে। এই ৩৪টি কেন্দ্রের মধ্যে সবগুলোকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা (ডিএসবির) ডিআইও ওয়ান সৈয়দ মো. ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন নিয়ে আজ শনিবার দুপুরে জিলা স্কুল মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্রিফ করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, গতকাল শুক্রবার রাতে শেষ হয়েছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ৭৫ হাজার ৭২৬ জন ভোটার আছেন। এর মধ্যে ৩৭ হাজার ৪০১ পুরুষ এবং ৩৮ হাজার ৩২৫ জন নারী ভোটার।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম বলেন, 'ভোটের পরিবেশ অত্যন্ত  সুন্দর। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ৭৭৮ জন পুলিশ, ৩০৬ জন আনসার, ৬০ জন বিজিবি, ১৬ জন র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, পুলিশের মোবাইল টিম, গোয়েন্দা, সাদা পোশাকের পুলিশ, র‌্যাব মোতায়েন থাকবে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্বে থাকবেন।'

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, 'নির্বাচনে কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না। ভোটগ্রহণ কাজে নিয়োজিত কর্মকর্তাদের এ ব্যাপারে কঠোর নিদের্শনা দেওয়া আছে। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। কেউ যদি কেন্দ্রের ভেতরে ও বাইরে গোলযোগ সৃষ্টি বা ভোটে প্রভাব বিস্তারের অপচেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।'

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইজদী বালিকা বিদ্যা নিকেতন, মাইজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইজদী বালিকা বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়, অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়, অরুন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম.এ রশিদ বালিকা উচ্চ বিদ্যালয় (নিচতলা), লক্ষীনারায়নপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইজদী পাবলিক কলেজ ইত্যাদি কেন্দ্র রয়েছে।  

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

1h ago