সংগীত

লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী

মুম্বাইয়ের হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ।
Lata Mangeshkar
কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ।

আজ রোববার তিনি এ কথা জানিয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

৯২ বছর বয়সী এই কণ্ঠশিল্পীর হালকা উপসর্গসহ করোনা শনাক্ত হওয়ায় গত সপ্তাহে দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ বলেন, লতা মঙ্গেশকরের অবস্থার উন্নতি হচ্ছে। আমি ব্রিচ ক্যান্ডি হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং তারা আমাকে তার স্বাস্থ্য নিয়ে আপডেট তথ্য দিয়েছেন। আমি তাদের বলেছিলাম, হাসপাতালের মুখপাত্রের উচিৎ কণ্ঠশিল্পীর অবস্থা নিয়ে আপডেট তথ্য দেওয়া। কারণ ভক্তরা তার স্বাস্থ্য সম্পর্কে জানতে আগ্রহী।

তিনি আরও বলেন, তার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর ব্রিচ ক্যান্ডি হাসপাতাল প্রবীণ এই কণ্ঠশিল্পীর স্বাস্থ্য নিয়ে আপডেট তথ্য জানাতে পারে।

দিনের শুরুতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. প্রতীত সামদানি সংবাদ সংস্থা পিটিআইকে জানান, মঙ্গেশকর আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

Comments

The Daily Star  | English

Lightning strikes claim 7 lives in 4 districts

At least seven people died and nine others were injured in lightning strikes in Rangamati, Sylhet, Khagrachhari, and Cox’s Bazar districts today

37m ago