শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এবার হল ছাড়ার নির্দেশ ও ক্লাস-পরীক্ষা বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীরা এবার হল ছাড়ার নির্দেশ ও ক্লাস-পরীক্ষা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন। আজ রাত ১১টার দিকে শাবিপ্রবির শিক্ষার্থীরা বিভিন্ন হলের সামনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিক্ষোভ চলছিল।
মুক্তমঞ্চের সামনে শাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান। ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীরা এবার হল ছাড়ার নির্দেশ ও ক্লাস-পরীক্ষা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছেন। আজ রাত ১১টার দিকে শাবিপ্রবির শিক্ষার্থীরা বিভিন্ন হলের সামনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিক্ষোভ চলছিল।

এর আগে, রোববার রাত ৮টার দিকে শাবিপ্রবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। আগামীকাল সোমবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সিন্ডিকেটের জরুরি বৈঠক শেষে উপাচার্য বলেন, 'চলমান পরিস্থিতিতে আর ক্লাস-পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। এমনিতেই করোনা সংক্রণের জন্য সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধের বিষয়ে একাডেমিক কাউন্সিলে বৈঠক হওয়ার কথা ছিল। উদ্ভুত পরিস্থিতিতে সিন্ডিকেটের জরুরি বৈঠকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।'

তার আগে, সন্ধ্যায় আইসিটি ভবনে অবরুদ্ধ উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে মুক্ত করতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে শিক্ষার্থীরা আহত হয়েছেন। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক জহির উদ্দিন গুলিবিদ্ধ হয়েছেন। তিনি মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন।

Comments

The Daily Star  | English
Jobless population falls by 3.47% in three months

Unemployment among men increases

The number of unemployed men increased in the first quarter of this year due to a lack of job opportunities, according to the Quarterly Labour Force Survey (QLFS) released today

5h ago