ক্যাম্পাস

ডাকযোগে রাষ্ট্রপতির কাছে শাবিপ্রবি শিক্ষার্থীদের চিঠি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে রাষ্ট্রপতি ও আচার্য আব্দুল হামিদের কাছে চিঠি পাঠিয়েছেন শিক্ষার্থীরা।
ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে রাষ্ট্রপতি ও আচার্য আব্দুল হামিদের কাছে চিঠি পাঠিয়েছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বিকেলে শাবিপ্রবির উপ-ডাকঘরের মাধ্যমে রাষ্ট্রপতির বঙ্গভবনের ঠিকানায় চিঠি পাঠিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে গতকাল সোমবার রাতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় চিঠিটি খোলা চিঠি হিসেবে পাঠ করেন আন্দোলনকারীরা।

চিঠিতে গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া আন্দোলনে রোববার সন্ধ্যায় উপাচার্যের মদদে পুলিশী হামলার বিষয় উল্লেখ করে রাষ্ট্রপতি ও আচার্য আব্দুল হামিদের কাছে উপাচার্যের পদত্যাগের দাবি এবং নতুন যোগ্য উপাচার্য নিয়োগের দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

চিঠিতে তারা লিখেছেন, 'গত রবিবার বিশ্ববিদ্যালয়ের এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের সামনে নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্য তিন দফা দাবিতে আন্দোলনরত বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের আবাসিক ছাত্রী ও সাধারণ শিক্ষার্থীদের উপর বিনা উস্কানিতে ও সুপরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ মদদে পুলিশের নিষ্ঠুর হামলার ঘটনা ঘটেছে।'

তারা আরও উল্লেখ করেছেন, 'জনগণের টাকায় ক্রয়কৃত আধুনিক অস্ত্রে সজ্জিত পুলিশের নির্বিচার লাঠিচার্জ, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের শিকার হন নিরস্ত্র শিক্ষার্থীরা। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ৪০ জন শিক্ষার্থী যার মধ্যে ছাত্রীর সংখ্যা বিশের অধিক। এর মধ্যে কারো মাথা ফেটেছে, কারো রাবার বুলেট বা সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে ক্ষত হয়েছে। ছাত্রীদের উপর নিষ্ঠুরভাবে পুরুষ পুলিশ সদস্যরা লাঠিচার্জ করেছে।'

'বিশ্ববিদ্যালয়ে পুলিশ ডেকে এনে শিক্ষার্থীদের উপর এমন নৃশংস হামলা চালিয়ে শিক্ষার্থীদের মৃত্যুঝুঁকিতে ফেলায় শাবিপ্রবি উপাচার্য যেভাবে মূল কুশীলবের ভূমিকা পালন করেছেন তা সরাসরি সংবিধান বিরোধী এবং আপনার কর্তৃক ফরিদ উদ্দিন আহমেদের উপর অর্পিত দায়িত্বের বরখেলাপ।'

তারা লেখেন, 'ফরিদ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের সকল যৌক্তিক, নৈতিক ও সাংবিধানিক যোগ্যতা হারিয়েছেন। এই ঘটনা আমাদের দৃঢ়প্রতিজ্ঞ করেছে যে এই অথর্ব, অযোগ্য ও স্বৈরাচারি ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী ক্ষমতায় বহাল রাখা বিশ্ববিদ্যালয়ের মূলমন্ত্রের পরিপন্থী।'

আচার্যের কাছে লেখা এই খোলা চিঠিতে শিক্ষার্থীরা আরও বলেন, 'উদ্ভুত পরিস্থিতিতে শাবিপ্রবি শিক্ষার্থীরা উপাচার্যের পদ থেকে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের অবিলম্বে পদত্যাগ দাবি করে তাকে শাবিপ্রবি ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেছে।'

বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে মহামান্য আচার্যের কাছে শিক্ষার্থীরা আবেদন করেন যেন রাষ্ট্রপতি শাবিপ্রবির বর্তমান উপাচার্যের পদত্যাগ নিশ্চিত করে একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে উপাচার্য হিসেবে অতিসত্ত্বর নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখতে উদ্যোগ নেন।

Comments

The Daily Star  | English

Upazila Polls: AL, BNP struggle to keep a grip on grassroots

The upazila election has exposed how neither of the two major parties, the Awami League and BNP, has full control over the grassroots leaders.

58m ago