জার্মানিতে প্রথমবার দৈনিক সংক্রমণ লাখ ছাড়াল

জার্মানিতে বুধবার ১ লাখ ১২ হাজার ৩২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনে সংক্রমণের নতুন রেকর্ড বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
জার্মানির কোলন শহরের প্রধান শপিং স্ট্রিট ক্রেতাদের ভিড়। রয়টার্স

জার্মানিতে বুধবার ১ লাখ ১২ হাজার ৩২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনে সংক্রমণের নতুন রেকর্ড বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে চলতি বছরের মে'র মধ্যে বাধ্যতামূলক টিকা কর্মসূচি চালু করা উচিত।

জার্মানির  রবার্ট কোচ ইনস্টিটিউট (আরকেআই) জানিয়েছে, জার্মানিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা এখন ৮,১৮৬,৮৫০। বুধবার মৃত্যুর সংখ্যা ছিলে ২৩৯ এবং মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮১ জনে পৌঁছেছে।

স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ বলেছেন, তিনি মনে করেছেন কয়েক সপ্তাহের মধ্যে এই ঢেউ চরমে পৌঁছাবে। কারণ অত্যন্ত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট জার্মানির গত ৭ দিনের শনাক্তের হার প্রতি ১ লাখের মধ্যে ৫৮৪.৪ জনে পৌঁছেছে।

মঙ্গলবার রাতে আরটিএল ব্রডকাস্টারকে লাউটারবাখ বলেন, আমি মনে করি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এবারের তরঙ্গ শীর্ষে পৌঁছে যাব। আবার সংক্রমণ কমতে পারে।তিনি আরও বলেন, শরৎকালে নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণের আরেকটি ঢেউ এড়াতে এপ্রিল বা মে মাসে বাধ্যতামূলক টিকা কর্মসূচি দ্রুত চালু করা উচিত।

Comments

The Daily Star  | English

The story of Gaza genocide survivor in Bangladesh

In this exclusive interview with The Daily Star, Kamel provides a painful firsthand account of 170 days of carnage.

1d ago