ক্রিকেট

টি-টোয়েন্টি আর খেলতে চান না, বোর্ড প্রধানকে জানিয়েছেন তামিম

২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম। এরপর আর নানান কারণে এই সংস্করণে তাকে দেখা যায়নি। প্রস্তুতি না থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি।
Tamim Iqbal
ছবি: বিসিবি

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আর খেলতে চান না। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে এমনটাই জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল। গণমাধ্যমকে বিসিবি প্রধান নিজেই দিয়েছেন এই খবর।

২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তামিম। এরপর আর নানান কারণে এই সংস্করণে তাকে দেখা যায়নি। প্রস্তুতি না থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি।

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মিনিস্টার ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ দেখতে এসেছিলেন নাজমুল। এদিন চট্টগ্রামের ১৬১ রান তাড়া করে জিততে পারেনি ঢাকা। রান তাড়ায় তামিম ৪৫ বলে ৫২ করলেও ম্যাচের প্রেক্ষিতে তা দলের চাহিদা মেটাতে পারেনি।

এই ম্যাচে শেষে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমকে বোর্ড প্রধান জানিয়ে দেন তামিমের জাতীয় দলের হয়ে আর  টি-টোয়েন্টি না খেলার কথা,  'ওর সাথে শেষ যখন কথা হয়েছে আমি বলেছিলাম তুমি টি-টোয়েন্টিতে আবার ফেরত আসো। এটা ছাড়বে কেন। তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত। টেলিফোনে কথা হয়েছিল ও আমাকে একটা কথা বলেছে, 'আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আসতেই হবে। আমি আসলেই এই ফরম্যাটে খেলতে চাই না।' এটা বলার পর আমার মনে হয়েছে ওকে আর কিছু বলা উচিত না। কেউ যদি খেলতেই না চায় তাহলে কাউকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক না।'

আর টি-টোয়েন্টি না খেললে ৭৮ ম্যাচে থেমে যাবে তামিমের ক্যারিয়ার। ২৪.০৮ গড়ে তার রান ১ হাজার ৭৫৮। তবে স্ট্রাইকরেট কেবলই ১১৬.৯৬। কম স্ট্রাইকরেটের কারণেই তামিমের টি-টোয়েন্টি খেলা নিয়ে বারবার উঠেছে প্রশ্ন।

Comments

The Daily Star  | English

Upazila Polls: AL, BNP struggle to keep a grip on grassroots

The upazila election has exposed how neither of the two major parties, the Awami League and BNP, has full control over the grassroots leaders.

8h ago