‘গৃহহীন শিশুকে দত্তক নিন’, প্রিয়াঙ্কার মা হওয়ার খবরে সারোগেসির সমালোচনা তসলিমার

সারোগেসির মাধ্যমে সন্তান জন্মদানের প্রক্রিয়াকে সমালোচনা করে লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, ‘সারোগেসি বিজ্ঞানের চমৎকার একটা আবিষ্কার বটে। তবে সারোগেসি ততদিন টিকে থাকবে, যতদিন সমাজে দারিদ্র টিকে থাকবে।’
তসলিমা নাসরিন। ছবি: সংগৃহীত

সারোগেসির মাধ্যমে সন্তান জন্মদানের প্রক্রিয়াকে সমালোচনা করে লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, 'সারোগেসি বিজ্ঞানের চমৎকার একটা আবিষ্কার বটে। তবে সারোগেসি ততদিন টিকে থাকবে, যতদিন সমাজে দারিদ্র টিকে থাকবে।'

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা লেখেন।

ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, 'দারিদ্র নেই তো সারোগেসি নেই। দরিদ্র মেয়েদের জরায়ু টাকার বিনিময়ে ন'মাসের জন্য ভাড়া নেয় ধনীরা। ধনী মেয়েরা কিন্তু তাদের জরায়ু কাউকে ভাড়া দেবে না। কারণ গর্ভাবস্থায় জীবনের নানা ঝুঁকি থাকে, শিশুর জন্মের সময়ও থাকে ঝুঁকি। দরিদ্র না হলে কেউ এই ঝুঁকি নেয় না।'

তসলিমা নাসরিনের ফেসবুক স্ট্যাটাস

'গৃহহীন স্বজনহীন কোনও শিশুকে দত্তক নেওয়ার চেয়ে সারোগেসির মাধ্যমে ধনী এবং ব্যস্ত সেলিব্রিটিরা নিজের জিনসমেত একখানা  রেডিমেইড শিশু চায়। মানুষের ভেতরে এই সেলফিস জিনটি, এই  সেলফিস নার্সিসিস্টিক ইগোটি বেশ আছে। এ সবের উর্ধ্বে উঠতে কেউ যে পারে না তা নয়, অনেকে গর্ভবতী হতে, সন্তান জন্ম দিতে সক্ষম হলেও সন্তান জন্ম না দেওয়ার সিদ্ধান্ত নেয়।'
 
তিনি আরও লিখেছেন, 'সারোগেসিকে তখন মেনে নেব, যখন শুধু দরিদ্র নয়, ধনী মেয়েরাও সারোগেট মা হবে, টাকার বিনিময়ে নয়, সারোগেসিকে ভালোবেসে হবে। ঠিক যেমন বোরখাকে মেনে নেব, যখন পুরুষেরা ভালোবেসে বোরখা পরবে। মেয়েদের পতিতালয়কে মেনে নেব, যখন পুরুষেরা নিজেদের পতিত-আলয় গড়ে তুলবে, মুখে  মেকআপ করে রাস্তায় ত্রিভঙ্গ দাঁড়িয়ে কুড়ি-পঁচিশ টাকা পেতে  নারী-খদ্দেরের জন্য অপেক্ষা করবে। তা না হলে সারোগেসি, বোরখা, পতিতাবৃত্তি রয়ে যাবে নারী এবং দরিদ্রকে এক্সপ্লয়টেশানের প্রতীক হিসেবে।'

এ ছাড়া তসলিমা নাসরিন সরোগেসি বিষয়ে টুইটও করেছেন। 

তসলিমা নাসরিনের টুইট

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস সারোগেসির মাধ্যমে তাদের প্রথম সন্তানের জন্ম হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই টুইটার ও ফেসবুকে তসলিমা নাসরিনের মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করে।

দ্য ডেইলি স্টারের নয়া দিল্লি সংবাদদাতা জানিয়েছেন, সারোগেসির মাধ্যমে মাতৃত্ব পাওয়া নারীদের অনুভূতি নিয়েও প্রশ্ন তুলেছেন তসলিমা নাসরিন৷

তসলিমা টুইট করেছেন, 'সারোগেসির মাধ্যমে যখন তারা তাদের রেডিমেড বাচ্চাদের পায়, তখন সেই মায়েরা কেমন অনুভব করেন? যেসব মায়েরা নিজেদের বাচ্চার জন্ম দেন, তাদের মতো একই অনুভূতি পান?'

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকে তসলিমা নামসিনের  মন্তব্যের সমালোচনা করেছেন। তারা বলেছেন সরোগেসির মাধ্যমে সন্তান নেওয়া কারও ব্যক্তিগত পছন্দ। অনেক ক্ষেত্রে মানুষ চিকিৎসাগত কারণে সারোগেসি বেছে নিতে পারে।

যদিও তসলিমা নাসরিন প্রিয়াঙ্কা চোপড়ার কথা কোথাও উল্লেখ করেননি। প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস শনিবার সারোগেসির মাধ্যমে বাবা-মা হয়েছেন বলে ঘোষণা দেওয়ার পর তসলিমা নাসরিন টুইট করেন। 

তার আগে সেলিব্রিটি দম্পতি নিক-প্রিয়াঙ্কা সরোগেসির মাধ্যমে কন্যা শিশুর জন্ম দিয়েছেন বলে ঘোষণা দেন। শিশুটি ১২ সপ্তাহ আগে জন্মগ্রহণ করেছে।

 

Comments

The Daily Star  | English
Onion import from India

India lifts ban on onion export

Minimum Export Price would be US$ 550 per tonne

49m ago