জাবিতে ছাত্রীদের প্রতীকী অনশন ও মশাল মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী হলগুলোতে হয়রানি বন্ধ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের মেয়েদের বিষয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য জনসম্মুখে ক্ষমাপ্রার্থনা, পদত্যাগ ও জাবি প্রশাসনকে ওই উপাচার্যের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার দাবিতে প্রতিকী অনশন ও মশাল মিছিল করেছে জাবি ছাত্রীরা।
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী হলগুলোতে হয়রানি বন্ধ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের মেয়েদের বিষয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য জনসম্মুখে ক্ষমাপ্রার্থনা, পদত্যাগ ও জাবি প্রশাসনকে ওই উপাচার্যের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার দাবিতে প্রতিকী অনশন ও মশাল মিছিল করেছে জাবি ছাত্রীরা।

শনিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে একটি উন্মুক্ত প্রদর্শনীতে ছাত্রীরা জাবিতে তাদের অভিজ্ঞতালব্ধ বৈষম্যের তীব্রতা ও আকার তুলে ধরেন। এরপর তারা প্রতীকী অনশনে বসেন।

এ ছাড়া রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে একটি মশাল মিছিলও বের হয়। সেখানে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মশাল মিছিল শেষে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা।

ছবি: সংগৃহীত

সাইমুম মৌসুমি বৃষ্টি নামে এক শিক্ষার্তী বলেন, 'মেয়েদের সামলাতে না পারলে সমাজ নষ্ট হয়ে যাবে এমন ভ্রান্ত ধারণার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। সমাজের প্রতিটা মানুষ, যারা এমন ধারণা পোষণ করেন তাদের সবার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এটা শুধুমাত্র শাবিপ্রবির ভিসির বিরুদ্ধে নয়।'

শিক্ষার্থী সুমাইয়া ফেরদৌস বলেন, 'শাবিপ্রবির ভিসির এই ধরনের বক্তব্য মেনে নেওয়া যায় না। আমরা তার পদত্যাগ চাই৷ এখানে পুরুষতান্ত্রিকতার জায়গা নাই। এটা প্রগতিশীলদের জায়গা। মেয়েদের প্রতি যারা এই ধরনের পুরুষত্ব দেখায় তাদের প্রতি ঘৃণা।'

তাপসী দে প্রাপ্তি বলেন, 'আমরা সবসময় অন্যায়-নিপীড়নের বিরুদ্ধে কথা বলবো এবং শাবিপ্রবির শিক্ষার্থীদের সঙ্গে সংহতি পোষণ করি। বিয়ে করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে আসিনি। এটা জ্ঞানার্জনের জায়গা। বিশ্ববিদ্যালয় নিজেকে বিবাহযোগ্যা হিসেবে গড়ে তোলার জায়গা নয়।'

 

Comments

The Daily Star  | English

Driest April in 43 years

Average rainfall in Bangladesh was one millimetre in April, which is the record lowest in the country since 1981

12h ago