অপরাধ ও বিচার

রাজধানীতে ২ বাসের প্রতিযোগিতায় কিশোরের মৃত্যু, চালক গ্রেপ্তার

রাজধানীর মগবাজার মোড়ে ২ বাসের প্রতিযোগিতায় বাসচাপায় পিষ্ট হয়ে রাকিবের (১৪) মৃত্যুর ঘটনায় ঘাতক বাস দুটির চালক মো. মনির হোসেন ও মো. ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাসচাপায় নিহত রাকিব। ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজার মোড়ে ২ বাসের প্রতিযোগিতায় বাসচাপায় পিষ্ট হয়ে রাকিবের (১৪) মৃত্যুর ঘটনায় ঘাতক বাস দুটির চালক মো. মনির হোসেন ও মো. ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার র‌্যাবের ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর পল্টন এবং মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থেকে তাদের দু'জনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আগামীকাল সাড়ে ১১টায় র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে।

গত ২০ জানুয়ারি রাজধানীর মগবাজার মোড়ে ২ বাসের চাপায় পিষ্ট হয় কিশোর রাকিব (১৪)। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। রাকিব বাসে ও রাস্তায় ঘুরে মাস্ক বিক্রি করতো।

একজন প্রত্যক্ষদর্শী এবং রাকিবকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তি দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, মগবাজার মোড়ে গাজীপুরগামী আজমেরী পরিবহনেরই ৩টি বাস প্রতিযোগিতা করে চালাচ্ছিল। তখন সামনের দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয় ওই কিশোর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Comments

The Daily Star  | English

Bangladesh’s ever-neglected working class

Even after half a century of independence, most of the working people in Bangladesh are far from enjoying fundamental workers' rights.

7h ago