শিল্পী সমিতির নির্বাচনে ১৭ সংঠনের প্রবেশে নিষেধাজ্ঞা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমতির নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার। এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও প্রযোজকসহ মোট ১৭টি সংঠনের সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
BFDC
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমতির নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার। এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও প্রযোজকসহ মোট ১৭টি সংঠনের সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে এই নিষেধাজ্ঞা জারি করেন এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন। তিনি জানান, 'শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে শুধু কালকের জন্য শিল্পী সমিতির ভোটারদের বাইরে অন্য ১৭টি সংঠনের সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওপর মহলের নির্দেশে এটা করা হয়েছে।'

এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে শিল্পী সমিতির এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন বলেন, 'এবারের করোনা বেড়ে যাওয়ায় নির্বাচনে অন্য সংঠনের সদস্যদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কেবল শিল্পী সমিতির ভোটাররা ভোটের কার্ড দেখিয়ে প্রবেশ করতে পারবে।'

নিষেধাজ্ঞায় ক্ষোভ প্রকাশ করে পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা অবশ্যই ন্যাক্কারজনক সিদ্ধান্ত। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। সিনেমার পরিচালক ও প্রযোজকদের সিনেমার মা-বাবা বলা হয়। অথচ আমরাই নাকি শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে প্রবেশ করতে পারব না। আমরা এই নিষেধাজ্ঞা মানব না। আগামীকাল আমরা সবাই প্রবেশ করব। দেখি, এফডিসিতে প্রবেশে আমাদের কে বাধা দেয়। না হলে আমরা গেটের সামনে অবস্থান করব।'

Comments

The Daily Star  | English
Are schools open? Simple issue unnecessarily complicated

Are schools open? Simple issue unnecessarily complicated

Are the secondary schools and colleges open today? It is very likely that no one can answer this seemingly simple question with certainty.

33m ago