বিষ প্রয়োগে শতাধিক ঘুঘু হত্যা: জরিমানা ২ হাজার টাকা!

চাঁদপুরের হাইমচরে বিষ প্রয়োগ করে শতাধিক ঘুঘু পাখি হত্যা করায় কৃষক স্বপন দেওয়ানকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাইমচরে বিষ প্রয়োগ করে শতাধিক ঘুঘু পাখি হত্যা করায় কৃষক স্বপন দেওয়ানকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার বিকেলে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ২৬ ধারায় এই জরিমানা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইলা চৌধুরী।

হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেন।

গতকাল শনিবার চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের চরকৃষ্ণপুর ফায়ার সার্ভিস সংলগ্ন একটি জমিতে এই ঘটনা ঘটে। সয়াবিনের বীজ খাওয়ার অপরাধে বিষ প্রয়োগ করে শতাধিক ঘুঘু হত্যা করেন জমির মালিক স্বপন দেওয়ান।

জমিতে শতাধিক ঘুঘুর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন হতবাক হন। খবর পেয়ে কৃষি কর্মকর্তা ৩২ টি মৃত ঘুঘু পাখি উদ্ধার করেন। পরে সেগুলো ইউএনওর উপস্থিতিতে মাটি চাপা দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

An order that is unimplementable

The Police Headquarters yesterday instructed all its field level units not to allow any vehicles without fitness clearance to operate on the roads. But is it implementable?

36m ago