সরকারি চাকরি

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। আজ বুধবার দুপুরে এই ফল প্রকাশিত হয়।
৪৩তম বিসিএসের ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। আজ বুধবার দুপুরে এই ফল প্রকাশিত হয়।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, '৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে সেটি পিএসসির ওয়েবসাইটে আপলোড করা হবে।'

গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন।

২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এরমধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

Comments

The Daily Star  | English

Fire in Sundarbans: Water crisis likely to increase due to low tide

Coast guard, forest dept, police, local admin join fire service to douse the fire

19m ago