রুবলে দাম না মেটালে গ্যাস বন্ধ: রাশিয়া

রুশ মুদ্রা রুবলে দাম না মেটালে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সই করা আদেশে বলা হয়েছে, ক্রেতাদের অবশ্যই রুশ ব্যাংকে রুবল অ্যাকাউন্ট খুলতে হবে।
ছবি: রয়টার্স

রুশ মুদ্রা রুবলে দাম না মেটালে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সই করা আদেশে বলা হয়েছে, ক্রেতাদের অবশ্যই রুশ ব্যাংকে রুবল অ্যাকাউন্ট খুলতে হবে।

আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়ে বলেছে, প্রেসিডেন্ট পুতিনের আদেশ মতে আজ থেকে এই অ্যাকাউন্ট খোলা যাবে।

আদেশে আরও বলা হয়েছে, 'কেউ আমাদেরকে বিনা পয়সায় কিছু দেয় না, আর আমরাও দাতব্য খুলে বসিনি। এর মানে হচ্ছে—সব চুক্তি স্থগিত করা হবে।'

প্রতিবেদনে আরও বলা হয়, রুশ প্রেসিডেন্টের আদেশ অনুযায়ী বিদেশি ক্রেতাদের রাশিয়ার গাজপ্রমব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং তাদের ইউরো বা ডলার সেখানে পাঠাতে হবে।

তারপর, গাজপ্রমব্যাংক সেই মুদ্রা রুবলে বিনিময় করে তা থেকে গ্যাসের দাম হিসেবে কেটে নেবে।

প্রেসিডেন্ট পুতিনের এই ঘোষণাকে জার্মানি 'ব্ল্যাকমেইল'র সমতুল্য হিসেবে আখ্যা দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো তাদের চাহিদার ৪০ শতাংশ গ্যাস ও ৩০ শতাংশ তেল রাশিয়া থেকে কেনে। অল্প সময়ের মধ্যে এই পরিমাণ জ্বালানি অন্য দেশ থেকে সংগ্রহ করা সহজ নয়।

প্রতিবেদন মতে, বর্তমানে রাশিয়া ইইউয়ের কাছে প্রতিদিন ৪০০ মিলিয়ন ইউরো মূল্যের গ্যাস বিক্রি করে। একইভাবে, এতো বিপুল পরিমাণ মুদ্রা বিশ্ববাজার থেকে সংগ্রহ করা রাশিয়ার জন্যও কঠিন।

বিশ্লেষকরা মনে করছেন, যেহেতু রাশিয়া থেকে জ্বালানি কেনার প্রক্রিয়া গতিশীল রাখতে গাজপ্রমব্যাংকের ওপর পশ্চিমের দেশগুলোর কোনো নিষেধাজ্ঞা নেই, তাই ইউরোপীয় ক্রেতারা সহজেই তাদের মুদ্রা সেই ব্যাংকে পাঠাতে পারবেন।

অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্ট্যাডিজ'র গবেষক ড. জ্যাক শার্পলস সংবাদমাধ্যমটিকে বলেছেন, এই প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে, বিধায় এখনি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা নেই।

Comments

The Daily Star  | English

Love road at Mirpur: A youthful street

Certain neighbourhoods in Dhaka have that one spot where people gather to just sit back and relax. For Mirpur, it’s the frequently discussed street referred to as “Love Road”.

4h ago