এবার শিল্প শ্রেণীর গ্রাহকদের দৈনিক ৪ ঘণ্টা করে গ্যাস বন্ধ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অংশ হিসেবে শিল্প শ্রেণির গ্রাহকদের আগামীকাল মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিন দৈনিক ৪ ঘণ্টা করে গ্যাস ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে পেট্রোবাংলা।
ছবি: স্টার ফাইল ছবি

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অংশ হিসেবে শিল্প শ্রেণির গ্রাহকদের আগামীকাল মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিন দৈনিক ৪ ঘণ্টা করে গ্যাস ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে পেট্রোবাংলা।

আজ সোমবার পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে আগামী ১২ এপ্রিল থেকে পরবর্তী ১৫ দিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা সকল শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম বিষয়টি নিয়মিত মনিটরিং করবে।

আজ বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, 'অব্যাহত উন্নয়নের ফলে বিদ্যুৎ ও গ্যাসের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে, সুষম উন্নয়নের জন্য সম্মিলিতভাবে এ চাহিদা মোকাবিলা করা এখন সময়ের দাবি।'

তিনি আরও বলেন, 'রমজানের এই সময় বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বাড়ে। আগামী পনের দিন তাই এ সময়টুকু সকল শিল্প শ্রেণীর গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখতে পারলে ভালো হয়।'

সভায় উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর এ আহ্বানে সাড়া দেন এবং আগামীকাল থেকে পরবর্তী ১৫ দিন দৈনিক ৪ ঘণ্টা করে গ্যাস ব্যবহার বন্ধ রাখতে সম্মত হন।

এর আগে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে গত ১ মার্চ থেকে প্রতিদিন ৫ ঘণ্টা করে সিএনজি ফিলিং স্টেশন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

পেট্রোবাংলার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ৫ ঘণ্টা ফিলিং স্টেশন বন্ধ থাকছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

Comments

The Daily Star  | English
World Press Freedom Day 2024

Has Bangladesh gained anything by a restrictive press?

The latest Bangladesh Bank restriction on journalists is anti-democratic, anti-free press and anti-public interest.

7h ago