ব্রাজিলের বিপক্ষে স্থগিত সেই ম্যাচটি আর খেলতে চায় না আর্জেন্টিনা

Brazil & Argentina

অনেক আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে ব্রাজিল, আর্জেন্টিনা দুই দলেরই। এমনকি বিশ্বকাপের গ্রুপ, সূচিও চূড়ান্ত হয়ে গেছে। এমন অবস্থায় ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের স্থগিত হওয়া ম্যাচটি আর খেলতে চায় না আর্জেন্টিনা। কিন্তু ফিফা ২২ সেপ্টেম্বরে ম্যাচটি আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে রেখেছে।

আর্জেন্টিনার গণমাধ্যমগুলো জানায়, ম্যাচটি খেলতে সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এর কাছে চিঠি পাঠিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

কিন্তু ফিফার এমন অনড় অবস্থানের বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতে যাওয়ার সিদ্ধান্ত এএফএ। সংস্থার উপদেষ্টা  আন্দ্রেস উরিচ আর্জেন্টিনার একটি গণমাধ্যমে জানিয়েছেন, যেহেতু তাদের কারণে ম্যাচটি বাতিল হয়নি, কাজেই এই ম্যাচ আবার খেলতে তারা বাধ্য নন, 'সিদ্ধান্তটি নায্য হয়নি। আর্জেন্টিনার কারণে তো ম্যাচ বাতিল হয়নি। বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার অধিকার আমাদের আছে।'

গত বছরের ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের মাঠে মুখোমুখি হয়েছিল দুই  চির প্রতিদ্বন্দ্বী, কিন্তু ম্যাচ শুরুর পাঁচ মিনিট পরই ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপে তা ভেস্তে যায়।

আর্জেন্টিনার চার খেলোয়াড় কোয়ারেন্টিনের নিয়ম ভেঙ্গে ব্রাজিলে প্রবেশ করেছেন বলে অভিযোগ আনা হয়। আর্জেন্টিনার চার ফুটবলারকে হোটেলে আইসোলেশনে থাকতে বলেছিল ব্রাজিলের স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু তাদের মধ্যে তিনজন এমিলিয়ানো মার্তিনেস,  ক্রিস্তিয়ান রোমেরো ও  জিওভানি লো সেলসোকে একাদশে রাখা হয় ম্যাচ ঠেকাতে মাঠে চলে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। জন্ম নেয় নজিরবিহীন এক ঘটনার।

নিয়ম না মানার ঘটনায় গত ফেব্রুয়ারিতে মার্তিনেস, রোমেরো, লো সেলসো ও  বুয়েন্দিয়াকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা। তখনই ম্যাচটি আবার আয়োজনের সিদ্ধান্ত হয়। কিন্তু এই ম্যাচ খেলতে আর কোনভাবেই রাজি নয় আর্জেন্টিনা।

এছাড়া আগামী জুনের ১১ তারিখ অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) এক প্রীতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ফুটবল বিশ্বের অন্যতম সেরা জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা টিকেট বিক্রির প্রস্তুতিও শুরু করেছে।। তবে খেলোয়াড়দের বিশ্রাম মাথায় রেখে এই ম্যাচটিও খেলতে রাজি নয় আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি এই সময়ে খেলোয়াড়দের ছুটি দিতে চান। 

Comments

The Daily Star  | English

Aid allocation to be trimmed in next budget

The plan comes as $42.85b foreign funds remained unused at start of current FY

15h ago