১৫ শতাংশ লভ্যাংশ পাচ্ছেন ব্র্যাক ব্যাংকের শেয়ারহোল্ডাররা

ব্র্যাক ব্যাংক লিমিটেড তার শেয়ারহোল্ডারদের ২০২১ সালের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে ৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ।

ব্র্যাক ব্যাংক লিমিটেড তার শেয়ারহোল্ডারদের ২০২১ সালের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে ৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ।

বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত ২৩তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুরের সভাপতিত্বে ওই সভায় ব্যাংকটির পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন—আসিফ সালেহ, ফাহিমা চৌধুরী, ফারজানা আহমেদ, জাহিদ হোসেন, মেহেরিয়ার এম হাসান, শামেরান আবেদ, মোস্তাফা কে মুজেরী, ফারুক মঈনউদ্দীন আহমেদ এবং সালেক আহমেদ আবুল মাসরুর।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ব্যাংকটির প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান।

সভায় শেয়ারহোল্ডারদের জানানো হয় যে, ব্র্যাক ব্যাংক ২০২১ সালে এককভাবে ৫৫৫ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে, যা ২০২০ সালের তুলনায় ২২ শতাংশ বেশি। সামষ্টিকভাবে কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৪৬৫ কোটি টাকায়, যা পূর্ববতী বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।

সভায় ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকের কর্মকর্তাদের নিবেদিত প্রচেষ্টা, গ্রাহক ও শেয়ারহোল্ডারদের আস্থা, ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কারণেই ব্যাংক প্রবৃদ্ধির ধারায় ফিরতে পেরেছে। সংকটময় সময়ে ব্যাংকের পাশে থাকার জন্য তিনি শেয়ারহোল্ডার, গ্রাহক, ব্যাংকের কর্মকর্তা, নিয়ন্ত্রক সংস্থা, স্টেকহোল্ডারদেরকে ধন্যবাদ জানান। তার আশা, ২০২২ সাল ও এর পরবর্তী সময়ে ব্র্যাক ব্যাংক উল্লেখযোগ্য ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে।

Comments

The Daily Star  | English

Secondary schools to reopen Saturday, primary on Sunday

Academic activities at all secondary-level educational institutions will resume on Saturday, the Ministry of Education said today

2h ago