কিছু হিসাব-নিকাশ বাকি আছে: রিয়ালকে পেয়ে সালাহ

ramos-salah
সালাহকে করা রামোসের ট্যাকেল। ছবি : রয়টার্স

ভিয়ারিয়ালকে হারিয়েই আগের দিন ফাইনালে রিয়াল মাদ্রিদকে চেয়েছিলেন মোহামেদ সালাহ। শেষ পর্যন্ত তার চাওয়া পূরণ হয়েছে। অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে নাম লিখিয়েছেন লস ব্লাঙ্কোসরা। আর ফাইনালে তাদের পেয়ে পুরনো হিসাব-নিকাশ চুকানোর প্রত্যয় প্রকাশ করেন সালাহ।

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগের ম্যাচে ম্যান সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে তারা হেরেছিল ৪-৩ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৫ অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

অথচ এদিন ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত দুই গোলের ব্যবধানে পিছিয়ে ছিল রিয়াল। এরপর যোগ করা সময়ে দুটি গোলই শোধ করে দেয় দলটি। নাটকীয়ভাবে দুইবার জালের দেখা পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। এরপর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি পায় দলটি। সেখানে নিখুঁত এক স্পট কিকে বল জালে পাঠান করিম বেনজেমা। লিড ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

এর আগে ২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও রিয়াল। কিয়েভে সেদিন দারুণ ছন্দে থাকা সালাহর সঙ্গে ক্রিস্তিয়ানোর রোনালদোর দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। কিন্তু তা আর হয়ে ওঠেনি। অনাকাঙ্ক্ষিত চোটে পড়ে প্রথমার্ধ শেষ না হতেই মাঠ ছাড়তে হয় সালাহকে।

ম্যাচের ২৯ মিনিটে নিজেদের অর্ধ থেকে উড়ে আসা বলের নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন সালাহ। পাশে থাকা রামোস তাকে ট্যাকেল করতে যান। এক পর্যায়ে সালাহর হাত ধরে টেনে ধরেন। শরীরের ভারসাম্য রাখতে না পেরে পড়ে যান রামোস। তবে সালাহর হাত ছাড়েননি। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান সালাহও। এতেই গুরুতর ভাবে আহত হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। শেষ পর্যন্ত হেরেও যায় তার দল।

নিজেদের সেমি-ফাইনাল ম্যাচ শেষেই তাই রিয়ালকে ফাইনালে চেয়ে সালাহ বলেছিলেন, 'হ্যাঁ, আমি মাদ্রিদের বিপক্ষে খেলতে চাই। (ম্যানচেস্টার) সিটি সত্যিই কঠিন একটি দল। আমরা এই মৌসুমে তাদের বিপক্ষে কয়েকবার খেলেছি। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, আমি মাদ্রিদকেই পছন্দ করব।'

আর শেষ পর্যন্ত যখন পেয়ে গেলেন তখন সামাজিকমাধ্যমে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন এ মিশরীয় তারকা, 'আমাদের কিছু হিসাব-নিকাশ বাকি আছে।' তবে তবে সেই রামোস আর এখন আর রিয়ালের খেলোয়াড় নন।

Comments

The Daily Star  | English
Khaleda Zia return date from London

BNP plans grand welcome for Khaleda

The BNP chairperson is set to return to Dhaka on Monday from London

34m ago