যেখানে লক্ষাধিক মানুষের জন্য নেই রাস্তা-হাসপাতাল

ফুলছড়ি ইউনিয়নের বেশিরভাগ চরে নেই কোনো রাস্তা, চিকিৎসক, ক্লিনিক বা হাসপাতাল। জীবনধারণের মৌলিক চাহিদা যেন সেখানে সংগ্রাম।

ফুলছড়ি ইউনিয়নের বেশিরভাগ চরে নেই কোনো রাস্তা, চিকিৎসক, ক্লিনিক বা হাসপাতাল। জীবনধারণের মৌলিক চাহিদা যেন সেখানে সংগ্রাম।

সেখানকার লক্ষাধিক মানুষকে চিকিৎসার জন্য পাড়ি দিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দুর্গম পথ। সেই পথের অনেকটাই আবার যেতে হয় নৌকায়।

গত ৩০ মার্চ কালুরপাড়া চরের অন্তঃসত্ত্বা হেলেনা খাতুন এই পথ পাড়ি দিতে গিয়ে চিকিৎসার অভাবে মারা যান।

চিকিৎসাবিজ্ঞানের উৎকর্ষের যুগে কেন এভাবে মৃত্যুবরণ করতে হল হেলেনাকে?

হেলেনা খাতুনের মৃত্যু ও ফুলছড়ি ইউনিয়নের চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবার দুষ্প্রাপ্যতা নিয়ে আজকের স্টার নিউজপ্লাস।

Comments

The Daily Star  | English
Govt reduces fuel price

Diesel price hiked by Tk 1 per litre, petrol and octane by Tk 2.50

The government has hiked the diesel price by Tk 1 per litre, and petrol and octane prices by Tk 2.50 per litre

27m ago