স্বরাষ্ট্রমন্ত্রীর নামে চাঁদাবাজির অভিযোগে সবুজবাগে ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সাঈদীকে (২৪) গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পড়ে মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনকেও (২৯) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন ও দেলোয়ার হোসেন সাঈদী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সাঈদীকে (২৪) গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পড়ে মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনকেও (২৯) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-৩ এর অপারেশন অফিসার বীণা রানী দাস জানান, বৃহস্পতিবার ভোরে সবুজবাগ এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ সাঈদীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কর্মকর্তারা জানান, সাঈদী ও তার সহযোগীদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নাম ব্যবহার করে সবুজবাগ, মাদারটেকসহ অন্যান্য এলাকায় চাঁদাবাজির অভিযোগ ছিল।

র‍্যাব-৩ এর একটি দল ভোর ৩টার দিকে সবুজবাগে অভিযান চালিয়ে সাঈদীকে গ্রেপ্তার করে। বীণা রানী জানান, তার কাছ থেকে একটি পিস্তল, দুটি গুলি ও ৫৭৮টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।

এ সময়, ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ তার দেড় শতাধিক অনুসারীকে নিয়ে সাঈদীকে উদ্ধার করতে ঘটনাস্থলে আসেন। তারা সাঈদীকে ছিনিয়ে নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালান বলে র‍্যাব জানায়।

হামলায় দুই র‍্যাব সদস্য আহত হন এবং পরে সরকারি কাজে বাধা দেওয়ায় জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, সাঈদীর বিরুদ্ধে আগে থেকে তিনটি মামলা ছিল।

র‍্যাবের ভাষ্য, সাঈদী চাঁদাবাজি করতে এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিয়ে আতঙ্ক তৈরি করছিল।

সাঈদী এর আগে সবুজবাগ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। চাঁদাবাজির অভিযোগে ২০১৯ সালে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তিনি ২০২১ সালে ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি হিসেবে ছাত্রলীগের রাজনীতিতে ফিরে আসেন।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ডেইলি স্টারকে বলেন, সাঈদীর সঙ্গে জুবায়েরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে সাঈদী ছাত্রলীগের সদস্য নন।

তিনি বলেন, 'সাঈদীকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে উল্লেখ করে একটি চিঠি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমি পরিস্থিতি সম্পর্কে অবগত নই উল্লেখ করে ব্যবস্থা নিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিকে চিঠি দিয়েছি।'

Comments

The Daily Star  | English

Are schools open? Simple issue unnecessarily complicated

Are the secondary schools and colleges open today? It is very likely that no one can answer this seemingly simple question with certainty.

12m ago