আততায়ীর গুলিতে নিহত ইরানের রেভ্যুলেশনারি গার্ডের কর্নেল

ইরানের ক্ষমতাধর রেভ্যুলেশনারি গার্ডের এক কর্নেলকে রাজধানী তেহরানে গুলি করে হত্যা করেছে আততায়ীরা।
নিহত কর্নেল সায়েদ খোদাই ছিলেন রেভ্যুলেশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের একজন জ্যেষ্ঠ সদস্য। ছবি: সংগৃহীত

ইরানের ক্ষমতাধর রেভ্যুলেশনারি গার্ডের এক কর্নেলকে রাজধানী তেহরানে গুলি করে হত্যা করেছে আততায়ীরা।

মোটরসাইকেলে থাকা ২ বন্দুকধারী সায়েদ খোদাই নামের ওই কর্নেলকে তার বাড়ির সামনে গাড়িতে থাকা অবস্থায় গুলি করে বলে জানা গেছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি বলে জানিয়েছে বিবিসি।

আজ সোমবার বিবিসির এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে একজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার পর ইরানে এটিই সবচেয়ে বড় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা।

বাড়ির সামনে গাড়ির ভেতর পড়ে আছে কর্নেল সায়েদ খোদাইয়ের রক্তাক্ত মরদেহ। বাইরে স্বজনদের আহাজারি। ছবি: রয়টার্স

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, একজন রক্তাক্ত ব্যক্তি সিটবেল্ট বাধা অবস্থায় গাড়িতে পড়ে আছেন।

কর্নেল সায়েদ খোদাই রেভ্যুলেশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের একজন জ্যেষ্ঠ সদস্য ছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্র এই বাহিনীকে সন্ত্রাসী সংগঠনগুলিকে সমর্থন করার পাশাপাশি মধ্যপ্রাচ্যজুড়ে হামলার জন্য দায়ী বলে অভিযোগ করে আসছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহর ভাষ্য, কর্নেল সায়েদ খোদাইকে ইরানের 'শপথ নেওয়া শত্রুরা' হত্যা করেছে, 'যারা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সন্ত্রাসীদের এজেন্ট।'

যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর প্রতি ইঙ্গিত করে সাঈদ খাতিবজাদেহ আরও বলেন, 'তারা (যুক্তরাষ্ট্র ও মিত্ররা) সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দাবি করে। কিন্তু এসব ক্ষেত্রে তারা দুঃখজনকভাবে নীরব এবং এটি সমর্থন করে।'

এর আগে ইরানি কর্মকর্তারা এ ধরনের হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের হাত আছে বলে অভিযোগ করেছিলেন।

 

Comments

The Daily Star  | English

The story of Gaza genocide survivor in Bangladesh

In this exclusive interview with The Daily Star, Kamel provides a painful firsthand account of 170 days of carnage.

1d ago