ই-কমার্সে আর্থিক কেলেঙ্কারি: দায়ীদের খুঁজে করার নির্দেশ হাইকোর্টের

ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে আর্থিক কেলেঙ্কারির জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে এসব প্রতিষ্ঠান থেকে কত টাকা পাচার হয়েছে তা যাচাই করে দেখতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে আর্থিক কেলেঙ্কারির জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে এসব প্রতিষ্ঠান থেকে কত টাকা পাচার হয়েছে তা যাচাই করে দেখতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি এর ফলাফল সম্পর্কিত একটি প্রতিবেদন আদালতে জমা দেওয়ার আদেশও দেওয়া হয়েছে।

আজ সোমবার এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী ও ভুক্তভোগী ভোক্তাদের দায়ের করা ৩টি পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই আদেশ দেন।

সেইসঙ্গে আজ সোমবার হাইকোর্ট বাণিজ্য মন্ত্রণালয়কে ই-কমার্স প্ল্যাটফর্মে ভোক্তাদের জমা দেওয়া অর্থের পরিমাণ মূল্যায়ন করতে বলেছেন।

এ ছাড়া ই-কমার্স প্ল্যাটফর্মের আর্থিক কেলেঙ্কারি প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছেন হাইকোর্ট। তাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪ সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শুনানিতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবীর পল্লব, মোহাম্মদ শিশির মনির ও আনোয়ারুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

সেখানে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিত্ব করেন আইনজীবী শামীম খালেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

Comments

The Daily Star  | English

Met office issues 48-hour heat alert

Bangladesh Meteorological Department (BMD) today issued a countrywide heat alert for 48 hours starting this evening

20m ago