চট্টগ্রামে র‌্যাবের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অভিযানকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) ওপর হামলার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অভিযানকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) ওপর হামলার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার র‌্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবছার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটককালে তাদের কাছে ২ হাজার পিস ইয়াবা, ৫২ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজা এবং ছিনিয়ে নেওয়া গুলিভর্তি পিস্তল পাওয়া গেছে। গতকাল দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতের তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত বুধবার র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ২ সদস্য সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাত সাড়ে ৯টার দিকে র‌্যাবের একটি দল মীরসরাই উপজেলার বাড়ৈহাট এলাকায় সাদা পোশাকে মাদক চোরাকারবারিদের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়েছিল।

Comments