আইপিএলে ইতিহাসে বাটলারের মতো কাউকে দেখেননি সাঙ্গাকারা

এবার আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা বাটলারের স্কিলে মুগ্ধ রাজস্থান রয়্যালস কোচ কুমার সাঙ্গাকারা। টুর্নামেন্টেরের ইতিহাসেই এমন ব্যাটসম্যানের দেখা পেয়েছেন বলে মনে পড়ছে না তার।  
kumar sangakkara & jos buttler
ম্যাচ জিতিয়ে কোচ কুমার সাঙ্গাকারার সঙ্গে জস বাটলার। ছবি: আইপিএল

প্রথম কোয়ালিফায়ারে শুরুতে ধুঁকছিলেন, ৩১ বলে ছিলেন ৩০ রানে। পরে ৫৬ বলে করে ফেলেন ৮৯ রান। দ্বিতীয় কোয়ালিফায়ারে শুরু থেকেই বিস্ফোরক বাটলার ৬০ বলে ১০৬ রান করে দলকে তুলেন আইপিএলের ফাইনালে। এবার আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা বাটলারের স্কিলে মুগ্ধ রাজস্থান রয়্যালস কোচ কুমার সাঙ্গাকারা। টুর্নামেন্টেরের ইতিহাসেই এমন ব্যাটসম্যানের দেখা পেয়েছেন বলে মনে পড়ছে না তার।  

এবারের আসরে ১৬ ম্যাচে ৮২৪ রান করে ফেলেছেন ইংলিশ এই ব্যাটার। ৫৮.৮৫ গড় আর ১৫১.৪৭ স্ট্রাইকরেট বলছে তার দাপট।

গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার হারলেও শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে বাটলারের ব্যাটে দাপুটে জয় পায় রাজস্থান। ফাইনালে উঠার লড়াইয়ে কোন রকম লড়াই করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলকে ফাইনালে নেওয়ার পথে আসরে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন বাটলার।

ম্যাচ শেষে বাটলারের প্রশংসায় ভাসলেন লঙ্কান কিংবদন্তি,  'স্পিনের বিপক্ষে সে দারুণ। তার হাতে সব শটই আছে। নির্দিষ্ট দিনে সে বুঝে যায় কোন শট খেলা লাগবে, কোনটা না। তার একটি ব্যাপার হলো সে যেকোনো সময় গতি বাড়াতে পারে। ৩০ বলে ৩০ থেকে হুট করে ৫০ বলে ৮০-৯০ রান করে ফেলতে পারে।'

খেলার পরিস্থিতি বুঝে খোলস বদলানো, নিয়ন্ত্রণ নেওয়ায় সব মিলিয়ে আইপিএলের ইতিহাসেই বাটলারের মতো প্যাকেজ দেখেছেন বলে মনে পড়ছে না সাঙ্গাকারার,  'যেকোনো সময় সে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। সব ধরণের শটই তার হাতে আছে। এবং খেলাটা খুব ভালো বোঝে। আইপিএলের ইতিহাসে এত ভাল কেউ ব্যাট করেছে বলে আমার মনে পড়ে না।'

Comments

The Daily Star  | English

Met office issues 48-hour heat alert

Bangladesh Meteorological Department (BMD) today issued a countrywide heat alert for 48 hours starting this evening

45m ago