১১৪৮ সপ্তাহ পর র‍্যাঙ্কিংয়ের সেরা পঞ্চাশের বাইরে ফেদেরার

ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ড পর্যন্ত পৌঁছে ২০০০ সালের ১২ জুন র‍্যাঙ্কিংয়ের সেরা পঞ্চাশে ঢুকেছিলেন ফেদেরার।
ছবি: সংগৃহীত

টানা ২২ বছর (১১৪৮ সপ্তাহ) পর টেনিসে ছেলেদের র‍্যাঙ্কিংয়ের সেরা পঞ্চাশের বাইরে ছিটকে গেছেন রজার ফেদেরার। হাঁটুর চোটের কারণে গত তিন মৌসুমে মাত্র ছয়টি টুর্নামেন্টে অংশ নেওয়া সম্ভব হয় তার পক্ষে। যার ফলশ্রুতিতে এমন অবনমন হয়েছে ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী সুইজারল্যান্ডের এই কিংবদন্তি তারকার।

টেনিসে ছেলেদের সবশেষ র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে গত সোমবার। বর্তমানে তিনি অবস্থান করছেন ৬৮তম স্থানে। গত বছরের উইম্বলডনের পর আর কোর্টে দেখা যায়নি তাকে। সেবার চতুর্থ রাউন্ডে তিনি সরাসরি সেটে হেরেছিলেন ইতালির লরেঞ্জো সোনেগোর কাছে। আগামী ২৭ জুন থেকে শুরু হতে যাওয়া উইম্বলডনেও অংশ নিচ্ছেন না ফেদেরার। তাতে এই টুর্নামেন্টের পর বাকি থাকা সকল র‍্যাঙ্কিং পয়েন্টও হারিয়ে ফেলবেন তিনি।

ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ড পর্যন্ত পৌঁছে ২০০০ সালের ১২ জুন র‍্যাঙ্কিংয়ের সেরা পঞ্চাশে ঢুকেছিলেন ফেদেরার। এরপর একটানা দুই দশকেরও বেশি সময় সেখানে স্থান ধরে রাখেন তিনি। মূলত, শীর্ষ তিনেই অবস্থান ছিল তার। কিন্তু ৪০ পেরিয়ে যাওয়া ফেদেরারকে গত প্রায় আড়াই বছর ধরে চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে। তিন দফা হাঁটুতে অস্ত্রোপচারও করাতে হয়েছে তার। এতে কোর্টে নামার সুযোগ তিনি পেয়েছেন কালেভদ্রে। যার নেতিবাচক প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে।

বয়স, চোটসহ নানা প্রতিকূলতা সত্ত্বেও সাফল্যমণ্ডিত ক্যারিয়ারকে আরও দীর্ঘ করতে চান ফেদেরার। আগামী সেপ্টেম্বরে লেভার কাপ দিয়ে ফেরার প্রত্যাশায় আছেন তিনি। সেজন্য ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, সবশেষ ফরাসি ওপেনের পর ছেলেদের র‍্যাঙ্কিংয়ের চেহারা বেশ পাল্টে গেছে। সার্বিয়ার নোভাক জোকোভিচ আর শীর্ষস্থানে নেই। তার জায়গা দখল করেছেন রাশিয়ার দানিল মেদভেদেভ। দুইয়ে আছেন জার্মানির আলেক্সান্দার জভেরেভ। তিনে নেমে গেছেন ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী জোকোভিচ। চারে রয়েছেন রেকর্ড ২২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী স্পেনের রাফায়েল নাদাল। নরওয়ের ক্যাসপার রুডের অবস্থান পাঁচে।

Comments

The Daily Star  | English

Horrors inside the Gaza genocide: Through a survivor’s eyes

This is an eye-witness account, the story of a Palestinian in Gaza, a human being, a 24-year-old medical student, his real human life of love and loss, and a human testimony of war crimes perpetrated by the Israeli government and the military in the deadliest campaign of bombings and mass killings in recent history.

21h ago