পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে ভারতের অভিনন্দন

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ সরকার এবং দেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভারত।
রাতের বেলা আলোক সজ্জিত পদ্মা সেতু। ছবি: সাজ্জাদ হোসাইন

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ সরকার এবং দেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভারত।

আজ শুক্রবার ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।

ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ভারত সরকার ও জনগণ এই যুগান্তকারী প্রকল্পের সফল সমাপ্তির জন্য বাংলাদেশ সরকার এবং জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘ প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ শেষ হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্ত ও দূরদর্শী নেতৃত্বের সাক্ষ্য বহন করে। এই সাফল্য প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এবং এ বিষয়ে আমাদের দৃঢ় প্রত্যয়কে সমর্থন করে। বাংলাদেশ যখন একাই প্রকল্পটি নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তখনো আমরা দৃঢ় সমর্থন জানিয়েছিলাম।

পদ্মা সেতু শুধু বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সাহায্য করবে না, বরং এটি ভারত ও আমাদের অভিন্ন উপ-অঞ্চলকে সংযুক্ত করতে লজিস্টিক এবং ব্যবসার জন্য প্রয়োজনীয় উৎসাহ যোগাবে। এই সেতুটি বৃহত্তর দ্বিপাক্ষিক ও উপ-আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ভারতের জনগণ আবারও বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে অভিনন্দন জানাচ্ছে।

Comments

The Daily Star  | English

Dengue danger not over yet

As rain and thunderstorms are expected in various parts of the country over the next few days, experts warn that the dengue season could extend further this year.

1h ago