দুর্নীতির দায়ে ডিএসসিসির উপ-কর কর্মকর্তাসহ ৩৪ জন চাকরিচ্যুত

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উপ-কর কর্মকর্তাসহ ২ দপ্তরের ৩৩ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উপ-কর কর্মকর্তা এবং অন্য দুটি দপ্তরের ৩৩ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক আদেশে তাদের বরখাস্ত করা হয়।

ডিএসসিসির সচিব আকরামুজ্জামানের সই করা আদেশে সাবেক মেয়র সাঈদ খোকনের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত উপ-কর কর্মকর্তা মো. সেলিম খানকে বরখাস্ত করা হয়। 

সেলিম খান জোন-৫-এর উপ-রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে তিনি গত ডিসেম্বরে ডিএসসিসি সচিবের দপ্তরে সংযুক্ত হন।

এ ছাড়া দুটি পৃথক আদেশে ডিএসসিসি রাজস্ব বিভাগের ১৭ জন দক্ষ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১৬ জন অদক্ষ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।

আদেশে ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থে তাদের বরখাস্ত করা হয়েছে। 

Comments

The Daily Star  | English

Rain, at last, in some parts of Dhaka

After a month-long severe heatwave, Dhaka experienced rain and thundershowers in parts of the capital last night

39m ago