যা থাকছে চুয়েটে দেশের প্রথম আইটি বিজনেস ইনকিউবেটরে

দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম বিজনেস ইনকিউবেটর স্থাপন করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। দেশের তথ্যপ্রযুক্তি খাতে সফল উদ্যোক্তা তৈরি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহ দিতে প্রতিষ্ঠানটি কাজ করবে।
চুয়েট ক্যাম্পাসে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর। ছবি: সংগৃহীত

দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম বিজনেস ইনকিউবেটর স্থাপন করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। দেশের তথ্যপ্রযুক্তি খাতে সফল উদ্যোক্তা তৈরি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহ দিতে প্রতিষ্ঠানটি কাজ করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার ভার্চুয়ালি "চুয়েট শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর" উদ্বোধ করবেন। পাশাপাশি তিনি শেখ জামাল ডরমিটরি ও রোজী জামাল ডরমিটরি উদ্বোধন করবেন। 

শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর তৈরিতে ১১৭.৭ কোটি টাকা খরচ হয়েছে। 

যা থাকছে আইটি বিজনেস ইনকিউবেটরে

শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর প্রকল্পের আওতায় চুয়েট ক্যাম্পাসের ভেতরে ৫০ হাজার বর্গফুট আয়তনের ১০ তলাবিশিষ্ট একটি ইনকিউবেশন ভবন এবং ৩৬ হাজার বর্গফুটের ৬ তলাবিশিষ্ট একটি মাল্টিপারপাস প্রশিক্ষণ ভবন নির্মাণ করা হয়েছে। ইনকিউবেশন ভবনের মধ্যে রয়েছে- স্টার্টআপ জোন, আইডিয়া/ইনোভেশন জোন, ইন্ডাস্ট্রি-একাডেমিক জোন, ব্রেইনস্টর্মিং জোন, ই-লাইব্রেরি, ডাটা সেন্টার, রিসার্চ ল্যাব, বঙ্গবন্ধু কর্নার, এক্সিবিশন সেন্টার, ভিডিও কনফারেন্সিং কক্ষ, সভাকক্ষ প্রভৃতি। এছাড়া থাকছে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ল্যাব, একটি মেশিন লার্নিং ল্যাব, একটি বিগ ডাটা ল্যাব, অপটিক্যাল ফাইবার ব্যাকবোন, একটি সাব-স্টেশন ও সোলার প্যানেল। ব্যাংক ও আইটি ফার্মের জন্য আলাদা কর্নার, সাইবার ক্যাফে, ফুড কোর্ট, ক্যাফেটেরিয়া, রিক্রিয়েশন জোন, মেকার স্পেস, ডিসপ্লে জোন, প্রেস/মিডিয়া কাভারেজ জোন, নিজস্ব পার্কিং সুবিধা আছে এখানে। অন্যদিকে মাল্টিপারপাস প্রশিক্ষণ ভবনে ২৫০ আসনের মিলনায়তন এবং ৩০ আসনের আলাদা ৮টি কম্পিউটার ল্যাব কাম সেমিনার কক্ষ আছে। পাশাপাশি প্রতিটি ২০ হাজার বর্গফুট আয়তনের ৪ তলাবিশিষ্ট পৃথক দুইটি (১টি নারী ও ১টি পুরুষ) আবাসিক ডরমিটরি ভবন নির্মিত হয়েছে। প্রতিটি ডরমিটরিতে ৪০টি কক্ষ আছে। এছাড়া দুটি মিনি সুপার কম্পিউটার সম্বলিত অত্যাধুনিক গবেষণা ল্যাব এখানে স্থাপন করা হবে।

Comments

The Daily Star  | English

Met office issues 48-hour heat alert

Bangladesh Meteorological Department (BMD) today issued a countrywide heat alert for 48 hours starting this evening

33m ago