চবিতে যৌন নিপীড়ন: ৫ দিন পর আবাসিক হলে অভিযান, পাওয়া যায়নি অভিযুক্তদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (ছবি) শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ধরতে শনিবার ভোর রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে অভিযান চালিয়েছে পুলিশ ও প্রক্টরিয়াল বডি। তবে এ সময় তারা কাউকে আটক করতে পারেননি।
শাহ আমানত হলে অভিযান চালায় পুলিশ ও প্রক্টরিয়াল বডি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (ছবি) শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ধরতে শনিবার ভোর রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে অভিযান চালিয়েছে পুলিশ ও প্রক্টরিয়াল বডি। তবে এ সময় তারা কাউকে আটক করতে পারেননি।

ছাত্রলীগ সূত্র জানায়, শাহ আমানত হলে চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও তার অনুসারীরা থাকেন।

 

রাত ১টার দিকে অভিযান শুরু হয়। শেষ হয় রাত ২টায়। ঘণ্টাব্যাপী চলা এ অভিযানে ৮০ জন পুলিশ সদস্য অংশ নেন।

অভিযান শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান বলেন, 'ভুক্তভোগী শিক্ষার্থী সময় ও জায়গার ব্যাপারে ভুল তথ্য দিয়েছিলেন। এ কারণে তাদের শনাক্ত করতে সময় লেগেছে। পরে শিক্ষার্থীর তথ্যের ভিত্তিতে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের একজনের নাম মেহেদী হাসান ও আরেকজন আজিম হোসাইন।'

ছাত্রলীগ নেতাকর্মী ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, আজিম হোসেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও মেহেদী হাসান ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তারা দুজনই শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হকের অনুসারীরা হিসেবে পরিচিত।

গত রোববার রাতে চবি ক্যাম্পাসে ওই শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করা হয়।

Comments