লিজিং প্রতিষ্ঠানগুলোর মুনাফা কেন কমছে?

করোনাভাইরাসের কারণে ২০২০ সালে বাংলাদেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) মুনাফা অনেক কমে গিয়েছিল। হঠাৎ করে কেন এসব প্রতিষ্ঠানের আয় কমে গেল? এ বছর এই খাতের সার্বিক অবস্থা কী?

করোনাভাইরাসের কারণে ২০২০ সালে বাংলাদেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) মুনাফা অনেক কমে গিয়েছিল। হঠাৎ করে কেন এসব প্রতিষ্ঠানের আয় কমে গেল? এ বছর এই খাতের সার্বিক অবস্থা কী?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে খন্দকার মো. শোয়েব এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছেন ডেইলি স্টারের রিপোর্টার আহসান হাবিবের সঙ্গে।

Comments

The Daily Star  | English

Goods worth Tk 16k imported at Tk 2.63 crore

State-run Power Grid Company of Bangladesh Ltd (PGCBL) imported 68 kilograms of tower bolts, nuts and washers from India for a whopping $2,39,695 or Tk 2.63 crore, which is 1,619 times the contract value.

6h ago