মাঠে নামানোর খেলোয়াড় নাও পেতে পারে বার্সেলোনা

সময় বাকি রয়েছে আর একদিন। আগামীকাল শনিবার রাতেই রায়ো ভায়াকানোর বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। অথচ এখনও নতুন চুক্তি করা পাঁচ খেলোয়াড় ও চুক্তি নবায়ন করা দুই খেলোয়াড়ের নিবন্ধন করাতে পারেনি দলটি। মাত্র ১৭ জন খেলোয়াড় রয়েছে স্কোয়াডে। যার মধ্যে তিন জনের জার্সিই দেওয়া হয়নি। নতুন খেলোয়াড়দের নিবন্ধন না করাতে পারলে মাঠে নামানোর খেলোয়াড় নাও থাকতে পারে ক্লাবটির।

সময় বাকি রয়েছে আর একদিন। আগামীকাল শনিবার রাতেই রায়ো ভায়াকানোর বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। অথচ এখনও নতুন চুক্তি করা পাঁচ খেলোয়াড় ও চুক্তি নবায়ন করা দুই খেলোয়াড়ের নিবন্ধন করাতে পারেনি দলটি। মাত্র ১৭ জন খেলোয়াড় রয়েছে স্কোয়াডে। যার মধ্যে তিন জনের জার্সিই দেওয়া হয়নি। নতুন খেলোয়াড়দের নিবন্ধন না করাতে পারলে মাঠে নামানোর খেলোয়াড় নাও থাকতে পারে ক্লাবটির।

একাদশের ১১ খেলোয়াড় ছাড়াও পাঁচ জন বদলি খেলোয়াড় সহ কমপক্ষে ১৬ খেলোয়াড় চাই মাঠে নামতে। আপাতদৃষ্টিতে এ পরিমাণ খেলোয়াড় থাকলেও এরমধ্যে রয়েছে অনেক জটিলতা। প্রতি পজিশনে বিকল্প খেলোয়াড় নেই তাদের। তাই ইনজুরি কিংবা অন্য কোনো সমস্যায় ভুগতে হতে পারে ক্লাবটির।

তবে সব সমস্যার সমাধান হবে নতুন খেলোয়াড়দের নিবন্ধন করাতে পারলেই। কিন্তু বিষয়টি ক্রমশ জটিল হতে শুরু করেছে। বার্সা স্টুডিওর প্রায় ২৫ শতাংশ বিক্রি করে দিলেও এখন চতুর্থ অর্থনৈতিক লিভার সক্রিয় করেনি বা লা লিগাতে কোনো ডকুমেন্টেশন পাঠায়নি তারা। শুক্রবার সকালে বার্সেলোনার লিভার সক্রিয় করার সম্ভাবনা রয়েছে। তারপরও অনিশ্চয়তা রয়েছে।

এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, চতুর্থ লিভার সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে কিছু স্বাক্ষর নিবন্ধন করতে পারে বার্সেলোনা, তবে সবগুলো নয়। তাই সিদ্ধান্ত নিতে হবে কাদের নিবন্ধন করাবে ক্লাব। কারণ এ সপ্তাহের মধ্যে নিবন্ধন না করালে ফ্র্যাঙ্ক কেসি ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসের মতো খেলোয়াড়দের হারাতে পারে তারা।

সবমিলিয়ে এখনও সাত খেলোয়াড় নিবন্ধন করাতে পারেনি বার্সেলোনা। ক্রিস্টেনসেন ও কেসির সঙ্গে আরও তিন নতুন স্বাক্ষর রাফিনহা, রবার্ট লেভানদোভস্কি ও জুলস কুন্দে বাকি রয়েছেন। এছাড়া চুক্তি নবায়ন করা উসমান দেম্বেলে ও সের্জি রোবার্তোর নিবন্ধন এখনও বাকি। 

চতুর্থ লিভার ছাড়াও সবাইকে নিবন্ধন করানোর একটি উপায় অবশ্য রয়েছে। সেক্ষেত্রে খেলোয়াড়দের বেতন ভাতা কমাতে হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে সের্জিও বুসকেতস এবং জেরার্দ পিকেদের বেতন হ্রাস এবং মেমফিস ডিপাইকে বিক্রি করে দেওয়া।

তবে রায়ো ভায়াকানোর বিপক্ষে মাঠে নামার আগেই সমস্ত খেলোয়াড়দের নিবন্ধন করানর ব্যাপারে আশাবাদী বার্সেলোনা। কয়েক ঘণ্টা আগে মিরালেম পিয়ানিচ (১৬) এবং মেমফিস ডিপাইয়ের (১৪) এর নতুন জার্সি নম্বর ঘোষণা করেছে তারা।

লা লিগায় বর্তমানে ক্লাবের স্কোয়াডে নিবন্ধিত খেলোয়াড় রয়েছেন মাত্র ১৭ জন। এরমধ্যে তিনজনের আবার কোনো নম্বর নেই। তারা হলেন নিকো, যিনি ইতিমধ্যেই ধারে ভ্যালেন্সিয়াতে যোগ দিয়েছেন। রয়েছেন স্যামুয়েল উমতিতি ও মার্টিন ব্রেথওয়েট। এই দুই খেলোয়াড় আবার জাভি হার্নান্দেজের পরিকল্পনায় নেই। দল-বদলের বাজার বন্ধ হওয়ার আগে বিদায় করতে চান তাদের।

বর্তমানে নিবন্ধিত বার্সেলোনার খেলোয়াড়দের তালিকা

মার্ক-আন্ড্রে টের স্টেগেন (১), সের্জিনো ডেস্ট (২), জেরার্দ পিকে (৩), রোনালদ আরাহো (৪), জর্দি আলবা (১৮), এরিক গার্সিয়া (২৪), স্যামুয়েল উমতিতি (কোন নম্বর নেই), সের্জিও বুসকেতস (৫), পেদ্রি (৮), মিরালেম পিয়ানিচ (১৬), ফ্র্যাঙ্কি ডি ইয়ং (২১), নিকো (কোন নম্বর নেই), ফেরান তোরেস (১১), আনসু ফাতি (১০), মেমফিস ডিপাই (১৪), পিয়েরে-এমরিক অবামেয়াং (১৭) এবং মার্টিন ব্রেথওয়েট (কোন নম্বর নেই)।

স্কোয়াডে গাভি, বলদে এবং আবদের মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়নি। এরা রিজার্ভ দলের হয়ে চ্যাম্পিয়নশিপ শুরু করতে পারেন। নেই ইনাকি পেনা এবং কোলাদোও।

Comments

The Daily Star  | English

Four of a family among five killed as private car, truck collide in Habiganj

The family members met the tragic accident while returning home after receiving someone at Dhaka airport

1h ago