পিএসজির বড় জয়ে নেইমারের জোড়া গোল

ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ৫-২ গোলে জিতেছে ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারীরা।
ছবি: টুইটার

নতুন মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামা কিলিয়ান এমবাপের পেনাল্টি মিসের পর আত্মঘাতী গোলে এগিয়ে গেল পিএসজি। আক্ষেপ ভুলে তিনি পরবর্তীতে লক্ষ্যভেদ করার আগে জোড়া গোল করলেন আরেকটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেওয়া নেইমার। শেষদিকে জালের ঠিকানা খুঁজে নিলেন চলমান গ্রীষ্মকালীন দলবদলে নাম লেখানো রেনাতো সানচেস। ফলে মঁপেলিয়ের বিপক্ষে বড় জয় পেল ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা।

শনিবার রাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ৫-২ গোলে জিতেছে ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারীরা। আসরের প্রথম দুই ম্যাচেই প্রতিপক্ষের জালে পাঁচবার করে বল পাঠানোর কৃতিত্ব দেখাল ক্লাবটি। আগের ম্যাচে ক্লেমোঁর মাঠে তারা জিতেছিল ৫-০ গোলে।

ম্যাচের ৫৯ শতাংশ সময়ে বল পায়ে রাখা পিএসজি গোলমুখে ২০টি শট নিয়ে লক্ষ্যে রাখে দশটি। অন্যদিকে, সফরকারীদের সাতটি শটের চারটি ছিল লক্ষ্যে।

২৩তম মিনিটে স্পট-কিক থেকে গোল করতে ব্যর্থ হন বিশ্বকাপজয়ী ফরাসি স্ট্রাইকার এমবাপে। তার শট রুখে দেন গোলরক্ষক ইয়োনাস ওমলিন। মঁপেলিয়ের ডি-বক্সে তাদের মিডফিল্ডার জর্দান ফেরির হাতে বল লাগায় ভিএআরের সাহায্য নিয়ে রেফারি বাজিয়েছিলেন পেনাল্টির বাঁশি।

তিন মিনিট পর রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী তারকা লিওনেল মেসির বাঁকানো ফ্রি-কিক রক্ষা করেন ওমলিন। কিন্তু ৩৯তম মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেননি তিনি। এমবাপের নিচু ক্রস আটকাতে গিয়ে দুর্ভাগ্যক্রমে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন ডিফেন্ডার ফালায়ে সাকো।

মঁপেলিয়ে পিছিয়ে পড়ার ধাক্কা সামলানোর আগেই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ডি-বক্সের মধ্যে সাকোর হাতে বল লাগলে ফের পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ৪৩তম মিনিটে ওমলিনকে ভুল দিকে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করে স্পট-কিক থেকে নিশানা ভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

বিরতির পর খেলা শুরু হলে প্যারিসিয়ানদের আবার গোলের উল্লাস করতে সময় লাগে মাত্র ছয় মিনিট। আশরাফ হাকিমির ক্রস প্রতিপক্ষের একজনের শরীরে লাগার পর ডাইভিং হেডে লক্ষ্যভেদ করেন নেইমার। লিগ ওয়ানের এবারের মৌসুমে এটি তার তৃতীয় গোল। ক্লেমোঁর বিপক্ষে গত ম্যাচে তিনটি অ্যাসিস্টও করেছিলেন তিনি।

৫৮তম মিনিটে ব্যবধান কমায় মঁপেলিয়ে। স্বাগতিক গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে সুযোগ কাজে লাগান ওয়াহাবি খাজরি। ৬৯তম মিনিটে গোলদাতাদের তালিকায় নাম ওঠান এমবাপে। সতীর্থের কর্নার প্রতিপক্ষের খেলোয়াড়রা ফেরাতে না পারলে ডি-বক্সের ভেতর থেকে গোল করেন তিনি।

আর্জেন্টাইন মহাতারকা মেসির ভলি নিয়ন্ত্রণে নিয়ে জালে পাঠিয়ে ৮৫তম মিনিটে হ্যাটট্রিকের উদযাপন শুরু করে দিয়েছিলেন নেইমার। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে রেফারি দেন অফসাইডের সিদ্ধান্ত। বদলি নামা পর্তুগিজ মিডফিল্ডার সানচেস দুই মিনিট পর নুনো মেন্দেসের ক্রসে স্কোরলাইন ৫-১ করেন।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল হজম করে পিএসজি। তাতে অবশ্য ম্যাচের ফলে কোনো প্রভাব পড়েনি। কোণাকুণি শটে কাছের পোস্টে ইতালিয়ান তারকা দোন্নারুমাকে পরাস্ত করেন এঞ্জো চাতো।

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে পিএসজি। সমান ম্যাচে ৪ পয়েন্ট করে পেয়ে গোল ব্যবধানে লিল দুইয়ে ও মোনাকো তিনে অবস্থান করছে। আটে থাকা মঁপেলিয়ের অর্জন দুই ম্যাচে ৩ পয়েন্ট।

Comments

The Daily Star  | English

History of student protests in the USA

American campuses -- home to some of the best and most prestigious universities in the world where numerous world leaders in politics and academia have spent their early years -- have a potent history of student movements that lead to drastic change

6h ago