টসকে গুরুত্বপূর্ণ মানছেন পাকিস্তান অধিনায়ক বাবর

এশিয়া কাপে পরে ব্যাট করা দল পাচ্ছে বাড়তি সুবিধা।
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে পরে ব্যাট করা দল পাচ্ছে বাড়তি সুবিধা। প্রথমত, উইকেট ধীরে ধীরে ব্যাটিংয়ের জন্য ভালো হতে থাকে। দ্বিতীয়ত, শিশিরের কারণে বোলিং নিয়ে পড়তে হয় বেকায়দায়। তাই আসরের ফাইনালে টসকে গুরুত্বপূর্ণ মানছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

রোববার দুবাইতে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের ফাইনাল মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত আটটায়। শিরোপার জন্য লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা। মহাদেশীয় আসরে ভারতের (সাতটি শিরোপা) পর সবচেয়ে সফল দল শ্রীলঙ্কা। তাদের নামের পাশে আছে পাঁচটি শিরোপা। পাকিস্তান এখন পর্যন্ত দুবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি দেখিয়েছে।

শিরোপা নির্ধারণী লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে লঙ্কানদের কাছে হার মানেন বাবররা। গত শুক্রবার একই ভেন্যুতে সুপার ফোরের দ্বৈরথে ৫ উইকেটে জিতেছিল দাসুন শানাকার নেতৃত্বাধীন দল। টস হেরে আগে ব্যাট করে ১৯.১ ওভারে ১২১ রানে অলআউট হয় পাকিস্তান। এরপর ১৮ বল বাকি থাকতে ৫ উইকেটে ১২৪ রান তুলে শেষ হাসি হাসে শ্রীলঙ্কা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) স্বীকৃত পেজে পোস্ট করা একটি ভিডিওতে ফাইনাল প্রসঙ্গে তারকা ব্যাটার বাবর বলেছেন, 'দারুণ সব ম্যাচ হয়েছে, উত্থান-পতন ছিল, ভালো ভালো পারফরম্যান্স দেখা গেছে। আমরা ফাইনাল নিয়ে রোমাঞ্চিত।'

এশিয়া কাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ১২টি ম্যাচ। পরে ব্যাট করা দলের দিকে জয়ের পাল্লা খুবই ভারী। তারা জিতেছে নয়টি ম্যাচ। বাকি তিনটি জিতেছে আগে ব্যাট করা দল। গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তান হারায় দুর্বল হংকংকে। আর সুপার ফোরে আফগানিস্তান হার মানে ভারতের কাছে।

চলতি আসরে টসই মূলত গড়ে দিচ্ছে ম্যাচের ভাগ্য। বাবরও সেটা মানছেন, 'আমি দারুণ একটি ফাইনাল প্রত্যাশা করছি। পরে ব্যাট করা দলগুলো ম্যাচ জিতছে। তাই টস গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ইনিংসে উইকেট ব্যাট করার জন্য ভালো হয়ে যায় এবং সেকারণে কিছুটা সুবিধা পাওয়া যায়।'

একেক ম্যাচে পাকিস্তানের নায়ক হচ্ছেন একেকজন। মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, নাসিম শাহরা কাড়ছেন নজর। সেকারণে বাবর ভীষণ খুশি, 'এমন দুর্দান্ত একটা দল পেয়ে এবং তারা যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে ও পারফর্ম করছে, আমি অধিনায়ক হিসেবে ভাগ্যবান বোধ করছি। প্রতি ম্যাচেই নতুন কেউ একজন আলো ছড়াচ্ছে।'

লঙ্কানদের কাছে হারের পর সংবাদ সম্মেলনে অবশ্য পাকিস্তানের কোচ সাকলাইন মুশতাক অবশ্য শিষ্যদের দিয়েছিলেন টস নিয়ে মাথা না ঘামানোর বার্তা, 'যদি চ্যাম্পিয়ন হতে চাও, তা হলে টসের কথা ভুলে যাও। টস নিয়ে আলোচনা করারই দরকার নেই। প্রথম ইনিংসেও ভালো খেলতে হবে, দ্বিতীয় ইনিংসেও।'

Comments

The Daily Star  | English
Workers rights vs corporate profits

How some actors gambled with workers’ rights to save corporate profits

The CSDDD is the result of years of campaigning by a large coalition of civil society groups who managed to shift the narrative around corporate abuse.

11h ago