ক্রিকেট

জাতীয় লিগে নেমে মুশফিকের সেঞ্চুরি

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী বিভাগের হয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি করেন মুশফিক। দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি অপরাজিত ছিলেন ১০৮ রানে।
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

পায়ে সামান্য চোট ছিল, সেই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে জাতীয় লিগের প্রথম রাউন্ড খেলেনি মুশফিকুর রহিম। দ্বিতীয় রাউন্ডে নেমে দারুণ সেঞ্চুরিতে রাঙিয়েছেন মাঠে প্রত্যাবর্তন।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহী বিভাগের হয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি করেন মুশফিক। দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি অপরাজিত ছিলেন ১০৮ রানে।

দ্বিতীয় স্তরের ম্যাচে মুশফিকের সেঞ্চুরিতে শক্ত অবস্থায় আছে রাজশাহী। ঢাকা মেট্রোকে ১৩৪ রানে গুটিয়ে ৬ উইকেটে ৩৩৩ রান তুলে ফেলেছে তারা। ৪ উইকেট হাতে রেখে নিয়ে ফেলেছে ১৯৯ রানের বড় লিড।

২ উইকেটে ৭২ রান নিয়ে দিন শুরু করে রাজশাহী। আগের দিনের থিতু ব্যাটার তৌহিদ হৃদয় দিনের শুরুর দিকে ফিরে যান। আসাদুল্লাহ গালিবের বলে ৩৬ রান করে দেন ক্যাচ। ১৭০ বলের ধৈর্যে ফিফটি করা জুনায়েদ সিদ্দিকীও টেকে ননি। শরিফুল্লাহর বলে বোল্ড হয়ে যান তিনি।

এরপর কিপার প্রিতম কুমারকে নিয়ে দারুণ জুটি গড়েন মুশফিক। পঞ্চম উইকেটে তাদের ১০৭ রানের জুটিতে বড় লিডের পথে চলে যায় রাজশাহী।

১০৬ বলে ৫১ করে রাকিবুল হাসানের বাঁহাতি স্পিনে কাবু হন প্রিতম। দুরু ফিরে যান এসএম মেহরুবও। তবে অভিজ্ঞ ফরহাদ রেজাকে নিয়ে এরপর আরেকটি জুটিতে শক্ত অবস্থানে চলে যান মুশফিক।

ডিউক বলের স্যুয়িং সামলে নিবেদন আর দৃঢ়তার প্রতিচ্ছবি দেখা যায় তার ব্যাটে। ২৪২ বলের ইনিংসে কেবল ৬ বাউন্ডারিতে করেন ১০৮ রান। প্রথম শ্রেনীর ক্রিকেটে এটি তার ১৫তম সেঞ্চুরি। 

Comments

The Daily Star  | English

The story of Gaza genocide survivor in Bangladesh

In this exclusive interview with The Daily Star, Kamel provides a painful firsthand account of 170 days of carnage.

21h ago