ক্রিকেট

শ্রীলঙ্কার সরাসরি বিশ্বকাপ খেলার আশা প্রায় শেষ

প্রথম ম্যাচে তারা বড় ব্যবধানে হেরে খায় ধাক্কা। এবার বৃষ্টিতে ভেসে গেছে তাদের পরের ম্যাচ। এতে করে সরাসরি বিশ্বকাপ খেলা প্রায় শেষ হয়ে গেছে লঙ্কানদের।
The rain continues to fall at Hagley Oval
বৃষ্টিতে ভেসে গেল নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে

বাছাই পর্ব এড়িয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সব ম্যাচ জিততে হতো শ্রীলঙ্কাকে। প্রথম ম্যাচে তারা বড় ব্যবধানে হেরে খায় ধাক্কা। এবার বৃষ্টিতে ভেসে গেছে তাদের পরের ম্যাচ। এতে করে সরাসরি বিশ্বকাপ খেলা প্রায় শেষ হয়ে গেছে লঙ্কানদের।

মঙ্গলবার ক্রাইস্টচার্চে সকাল থেকে প্রবল বৃষ্টিতে টসই হয়নি, ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এর আগে প্রথম ম্যাচে মাত্র ৭৬ রানে গুটিয়ে ১৯৮ রানে হেরে সিরিজে পিছিয়ে আছে তারা।

তিন ম্যাচের সিরিজ থেকে লঙ্কানদের যেখানে দরকার ছিল ৩০ পয়েন্ট, দুই ম্যাচ শেষে তারা পেয়েছে কেবল ৫ পয়েন্ট। ওয়ানডে সুপার লিগের ২৩ ম্যাচ খেলে দাসুন শানাকাদের সংগ্রহ ৮২ পয়েন্ট। শেষ ম্যাচ জিতলে তারা ৯২ পয়েন্ট নিয়ে উঠবে ৮ নম্বরে। কিন্তু সেই জায়গা ধরে রাখা কঠিন তাদের।

৮৮ পয়েন্ট নিয়ে এখন ৮ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ৭৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে দশে। কিন্তু প্রোটিয়াদের সুযোগই বেশি। তাদের বাকি থাকা দুই ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে জিতলে ৯৮ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হবে দক্ষিণ আফ্রিকার।

সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাছাই খেলতে হবে শ্রীলঙ্কাকেও। স্বাগতিক ভারতসহ সুপার লিগের শীর্ষ ৮ দল নিয়ে হবে ২০২৩ বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব থেকে যোগ দেবে আরও ২ দল।

শ্রীলঙ্কার স্বপ্ন অনেকটা নির্ভর করছে নেদারল্যান্ডসের হাতে। ডাচরা যদি প্রোটিয়াদের এক ম্যাচে হারিয়ে দিতে আরে আর শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডকে শেষ ম্যাচে হারায় তবে ১৯৯৬ বিশ্ব চ্যাম্পিয়নদের মুখেই ফুটবে হাসি।

Comments

The Daily Star  | English

Fire in Sundarbans: Water crisis likely to increase due to low tide

Coast guard, forest dept, police, local admin join fire service to douse the fire

25m ago