ওমানে ডেঙ্গুতে আক্রান্ত জুনিয়র হকি দলের ডিফেন্ডার

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে টিম হোটেলে বিশ্রামে আছেন সামিন। জ্বর কমলেও শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে তার।

ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত ওমানে অবস্থানরত বাংলাদেশ জাতীয় জুনিয়র হকি দলের সদস্য ডিফেন্ডার মেহরাব হাসান সামিন। প্রচণ্ড জ্বর নিয়ে গতকাল বুধবার ওমানের একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত সামিন।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে টিম হোটেলে বিশ্রামে আছেন এই ডিফেন্ডার। জ্বর কমলেও শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে তার। সামিনের শারীরিক অবস্থা জানতে যোগাযোগ করা হয় বাংলাদেশ জুনিয়র হকি দলের টিম লিডার মাহাবুবুল এহছান রানার সঙ্গে। তিনি জানান, 'সামিন আগের চেয়ে ভালো আছে। হোটেলে বিশ্রাম নিচ্ছে। জ্বর কমেছে। প্লাটিলেট ১ লাখের ওপরে আছে। আশাকরছি সে দ্রুত সেরে উঠবে।'

সামিন বাংলাদেশ একাদশের মূল খেলোয়াড়দের একজন। ওমানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেও খেলেছেন। তবে পুরো ফিট ছিলেন না। জ্বর গায়ে নিয়েই খেলেছেন। প্রথম কোয়ার্টারে কোচ মামুন উর রশিদ তাকে মাঠে নামাননি। দ্বিতীয় কোয়ার্টার থেকে খেলেছিলেন।

সামিন দলে না থাকাতে সমস্যা হবে কিনা? এমন প্রশ্নে রানা বলেন, 'সামিন আমাদের একাদশের খেলোয়াড়। তাকে নিয়ে কোচের অবশ্যই আলাদা পরিকল্পনা ছিল। তবে চিন্তার কারণ নেই। আমাদের হাতে বিকল্প খেলোয়াড় আছে। অসুখের ওপর তো আর কারোর হাত নেই। সামিনকে সুস্থ করে তোলার জন্য আমরা সব রকমের চেষ্টা করছি।'

এদিকে সামিনকে নিয়ে দুশ্চিন্তায় আছেন পরিবার। বিশেষ করে সামিনের মা খুব কান্নাকাটি করছেন। সামিনের বড় ভাই সাদিক হাসান মিম খুলনার খালিশপুর থেকে মুঠোফোনে জানান, 'সামিনের সঙ্গে আজ (বৃহস্পতিবার) সকালে কথা হয়েছে। তার জ্বর কমেছে। তবে শরীরে নাকি অনেক ব্যথা। সামিন অসুস্থ এই কথা শোনার পর থেকেই মা খুব কান্নাকাটি করছেন। শুনেছি দুদিন পর আবারো টেস্ট করানো হবে। এত বড় আসরে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়াতে সামিনেরও ভীষণ মন খারাপ। খেলতে পারছে না বলে কষ্ট পাচ্ছে।'

প্রসঙ্গত ভারতে অনুশীলনকালেই ডেঙ্গু ভাইরাস শরীরে বাসা বাঁধে সামিনের।  

Comments

The Daily Star  | English
Exports fall in April

Exports fall in April

It declined 0.99% year-on-year to $3.91 billion in April

43m ago