অস্ত্রোপচার করালেন নাসিম শাহ
কাঁধের চোটে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেছেন নাসিম শাহ। অপেক্ষায় ছিলেন অস্ত্রোপচারের। অবশেষে বুধবার সফল অস্ত্রোপচার হয়েছে তার। টুইটার খ্যাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন তার ম্যানেজার মোঘেস শেখ।
সব ক্রিয়াকলাপের পর আবার বোলিং শুরু করার আগে চার থেকে ছয় সপ্তাহ বিশ্রাম এবং পুনর্বাসনের পরামর্শ দেওয়া হয়েছে নাসিমকে। সব ঠিক থাকলেও মাঠে ফিরতে অন্তত তিন থেকে চার মাস সময় লাগতে পারে তার।
গত মাসে এশিয়াকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম ইনিংসের ৪৬তম ওভারে চোট পান নাসিম। পরে দ্রুত চোটের তীব্রতা যাচাই করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু পেশী ক্ষতিগ্রস্ত হওয়ায় এশিয়া কাপ তো বটেই বিশ্বকাপ থেকেও ছিটকে যান তিনি।
বোলিং করার সময় কাঁধের ঠিক নীচের দিকে একটি পেশীতে আঘাত পান নাসিম। কাঁধের পুরনো চোটের পুনরাবৃত্তি ধারণা করা হলেও এটি নতুন চোট ছিল তার। আঘাত মারাত্মক হওয়ায় অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকরা। তার স্থলাভিষিক্ত হিসেবে বিশ্বকাপে ডাক পান আরেক পেসার হাসান আলী।
Comments