বাজে অঙ্গভঙ্গির দায়ে এক ম্যাচ নিষিদ্ধ রোনালদো

Cristiano Ronaldo
ছবি- সংগ্রহ

সৌদি প্রো লিগে বাজে অঙ্গভঙ্গি প্রদর্শন করে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সঙ্গে তাকে ৩০ হাজার সৌদি রিয়ালও জরিমানা করা হয়েছে।

বুধবার সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি এই সিদ্ধান্ত দিয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন না রোনালদো। নিষেধাজ্ঞার ফলে আল নাসেরের আজকের ম্যাচে থাকতে পারবেন না তিনি।  জরিমানার ৩০ হাজার রিয়ালের ১০ হাজার পাবে সৌদি ফুটবল ফেডারেশন, বাকি ২০ হাজার আল শাবাবের।

গত রোববার আল শাবাবের বিপক্ষে ম্যাচে এক দর্শক  'মেসি মেসি' করে চিৎকার করলে তার দিকে তাকিয়ে আপত্তিকর ভঙ্গি করেন রোনালদো। তার ওই ভঙ্গির ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে তুমুল সমালোচনায়ও পড়েন তিনি। 

রোনালদোর কাছে ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছিল ডিসিপ্লিনারি কমিটি। কিন্তু রোনালদোর মতে তিনি কোন বাজে আচরণ করেননি। ইউরোপিয়ান ফুটবলের দৃষ্টিভঙ্গিতে এটা স্বাভাবিক ব্যাপার। সব খেলোয়াড়ের প্রতি তার শ্রদ্ধা আছে।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

1h ago