সিরাজগঞ্জ জেলা পরিষদ উপনির্বাচনে জয়ী শামিম তালুকদার

শামীম তালুকদার লাবু। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন নির্বাচিত হয়েছেন শামীম তালুকদার লাবু।

তিনি সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরীর স্বামী।

আজ শনিবার সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১২৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

রিটার্নিং কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম বিকেলে এ ফলাফল ঘোষণা করেন।

আজ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি ভোটকেন্দ্রের ১৮টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জিপ গাড়ি প্রতীকে শামীম তালুকদার লাবু ৬৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মকবুল হোসেন মুকুল ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫০৬ ভোট। এ ছাড়া উড়োজাহাজ প্রতীকে মুহা. শওকত আলী সেলিম ৩৪, মোটর সাইকেল প্রতিকে অ্যাড. আব্দুর রহমান ২, আনারস প্রতীকে রেফাজ উদ্দিন মাস্টার ১০ এবং চশমা প্রতিকে আব্দুর রহমান ৫ ভোট পেয়েছেন।

নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, জেলার ৮৩টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, ৭টি পৌরসভার মেয়র-কাউন্সিলর ও ৯টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

মোট ১ হাজার ১৯৬টি ভোটারের মধ্যে ১ হাজার ১৯১ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এর আগে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় এ পদটি ফাঁকা হয়।

Comments

The Daily Star  | English

From subsistence to commercial farming

From the north-western bordering district Panchagarh to the southern coastal district Patuakhali, farmers grow multiple crops to sell at markets

5h ago