ঘরের মাঠে ভালো উইকেটের আকুতি তাসকিনের

ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও বিধ্বস্ত হয়ে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাতে আরও একবার কাঠগড়ায় বাংলাদেশের উইকেট। ঘরের মাঠে স্লো উইকেটে খেলে বাইরে গিয়ে খেই হারিয়ে ফেলেন ব্যাটাররা। তবে ব্যাটারদের টি-টোয়েন্টি ক্রিকেটে উন্নতি করতে হলে ঘরের উইকেট আরও ভালো তৈরি করতে হবে বলে মনে করেন পেসার তাসকিন আহমেদ।

মঙ্গলবার দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৮৬ রানে বিব্রতকর হারের পর সংবাদ সম্মেলনে আসেন তাসকিন। রানের দিক থেকে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়। এদিন উইকেটে কিছুটা অসমান বাউন্স থাকলেও পাওয়ারপ্লেতে ৪৫ রানে তিন উইকেট হারানো সত্ত্বেও টি-টোয়েন্টিতে তাদের সামর্থ্য দেখিয়েছে ভারতের ব্যাটাররা।

'তারা নিয়মিত ১৮০ থেকে ২০০ রান করে। ঘরের মাঠে আমরা করি ১৩০-৪০ রান। আমাদের সেই অভ্যাস নেই (বড় রান করা) এবং এটাই বাস্তবতা, আশা করি সামনের দিনগুলিতে আমাদের ঘরের অবস্থা আরও ভালো হবে এবং সেই সময়ে আমরা বড় রান তাড়া করতে পারব এবং ডিফেন্সও করতে পারব,' গতকাল সংবাদ সম্মেলনে বলেন তাসকিন।

ভারতের ব্যাটসম্যানরা যে ধরণের অসাধারণ শট নিয়েও জানতে চাওয়া হয় তাসকিনের কাছে। তাদের শট সম্পর্কে কথা বলতে গিয়ে ফের উঠে আসে ঘরের মাঠের উইকেট প্রসঙ্গ। যেখানে ব্যাটারদের শট খেলার জন্য অনুকূল নয় বলে জানান তিনি।

'পাওয়ার, গঠন, সামর্থ্য এবং অভিযোজনের মতো সবকিছুরই প্রয়োজন আছে। সামান্য ত্রুটি থাকলেও তারা (ভারতীয় ব্যাটাররা) সাবলীলভাবে শট খেলে। বাড়িতে আমরা যদি শট খেলার সময় শুয়ে শুয়ে শট খেলার চেষ্টা করি, তাহলে এটা আমাদের মাথায় আঘাত করবে,' বলেন তাসকিন।

ভারতীয় ব্যাটারদের এমন দানবীয় ব্যাটিং করার সামর্থ্যের কারণ উল্লেখ করে আরও একবার বলেন, 'ক্যারিয়ারের শুরু থেকেই ভালো উইকেটে খেলার কারণে এই অভ্যাসটা বেড়েছে, এটাই তাদের সবচেয়ে বড় শক্তি।'

মিরপুরের হেড কিউরেটর গামিনি ডি সিলভাকে পরিবর্তন করলে আরও ভালো উইকেট নিশ্চিত হবে কিনা জানতে চাইলে এই পেসার বলেন, 'সিদ্ধান্ত বোর্ডের হাতে থাকলেও এটা হতে পারে।'

তবে এরমধ্যেই দেশে ফিরে আরও ভালো উইকেট তৈরির কথা তারা ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন বলে জানান তাসকিন, 'আমরা ইতিমধ্যেই বোর্ডকে জানিয়েছি (ভাল উইকেট তৈরি করতে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য) এবং বোর্ড এটা নিয়ে চিন্তাভাবনা করছে। বোর্ড আমাদের আরও ভাল অবস্থার জন্য সাহায্য করবে।'

Comments

The Daily Star  | English

BNP not in favour of banning any political party: Fakhrul

'Who are we to ban a political party? The people will decide,' says the BNP leader

34m ago