এমসি কলেজে হামলার ঘটনায় জবি ছাত্রদলের বিক্ষোভ

সিলেটের এমসি কলেজে একজন শিক্ষার্থীকে হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কাঁঠালতলা থেকে মিছিল নিয়ে বিজ্ঞান চত্বর, শান্ত চত্বর ও শাঁখারীবাজার মোড় হয়ে ভাষাশহীদ রফিক ভবনের সামনে এসে সমাবেশ করেন।

মিছিলে নেতাকর্মীরা স্লোগান দেন 'রগ কাটার রাজনীতি চলবে না, চলবে না', 'গুপ্ত রাজনীতি চলবে না, চলবে না', 'স্বৈরাচার রাজাকার, মিলেমিশে একাকার'।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন বলেন, 'বিগত ফ্যাসিস্ট সরকার ডামি প্রার্থী তৈরি করতো। বর্তমানে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দাঁড়িয়ে ডামি সাধারণ শিক্ষার্থী তৈরি করা হচ্ছে। আমরা বলতে চাই, ডামি ডামি খেলা বন্ধ করুন। রাজনৈতিক স্বাধীনতা রয়েছে, সেটা করুন।'

তিনি আরও বলেন, 'বিগত সরকারের আমলে কেউ মাঠে ছিল না। আমরা থেকেছি। কাউকে খুঁজে পাওয়া যায় না। একটি দল ৭১ ওর উপর ভর করেছিল, বর্তমানে আরেকটি দল ২৪ এর ওপর ভর করতে চায়। যারা এমনটি করতে চায়, তাদের আমরা লাল কার্ড দেখিয়ে দিতে চাই। কুয়েটে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি দিতে পারে, তাহলে ছাত্রদল ফরমও বিক্রি করতে পারবে।'

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আপনাদের বলে দিতে চাই, ১০ মিনিটের নোটিশে যেকোনো ছাত্রসংগঠনের অপতৎপরতা ছাত্রদল রুখে দিতে পারে।

অন্যান্য ছাত্রসংগঠনের উদ্দেশে তিনি বলেন, 'ছাত্রদল ক্রেডিট নেওয়ার রাজনীতি করে না। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সবারই অংশগ্রহণ ছিল। কিন্তু কোনো ছাত্রসংগঠন যদি অপতৎপরতা করতে চান, ছাত্রদল রুখে দিতে প্রস্তুত রয়েছে।'

Comments

The Daily Star  | English

Pakistan postpones foreign minister's visit to Bangladesh

The development comes amid escalation of tension between India and Pakistan following a terrorist attack

1h ago