নেপালের দায়িত্ব নিলেন বাংলাদেশের সাবেক কোচ

Stuart Law
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ থাকার সময় স্টুয়ার্ট ল। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশ জাতীয় দল ও বয়সভিত্তিক দলের সাবেক প্রধান কোচ স্টুয়ার্ট ল'কে কোচ হিসেবে পেয়েছে নেপাল। সাবেক এই অস্ট্রেলিয়ান ব্যাটারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল (সিএএন)।

সিএএন শুক্রবার জানিয়েছে, আগামী দুই বছরের জন্য নেপালের পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব সামলাবেন ল। তিনি মন্টি দেশাইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন, যার সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় নেপাল।

১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপে রানার্সআপ অস্ট্রেলিয়া দলে ছিলেন স্টুয়ার্ট ল। সর্বশেষ  তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্ব পালন করেন। তার অধীনেই ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠে চমকে দেয় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে এই কোচ ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ। বাংলাদেশের দলের ব্যাটিং কোচ দায়িত্ব পাওয়ার আগ্রহ ছিলো তার, আবেদনও করেছিলেন। তবে বিসিবি তাকে নিতে আগ্রহ দেখায়নি।

৫৬ বছর বয়েসী এই কোচ অবশ্য বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ছিলেন এক যুগেরও বেশি আগে, সেই ২০১১-১২ সালে। ওই সময় বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে সাকিব আল হাসানদের উত্থান পর্বে ভূমিকা রাখেন তিনি।

স্টুয়ার্ট ল'র অধীনে আগামী জুনে বিশ্বকাপ লিগ-২ ত্রিদেশীয় সিরিজে শুরু করবে নেপাল। স্কটল্যান্ডে যেখানে নেপালের প্রতিপক্ষ স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।

Comments