৮ জনের হাতে পৃথিবীর অর্ধেক মানুষের সম্পদ

পৃথিবীর মোট জনসংখ্যার গরীব অর্ধাংশ ৩৬০ কোটি মানুষের হাতে যে সম্পদ রয়েছে তার সমপরিমান সম্পদ রয়েছে মাত্র আট জন ব্যক্তির হাতে। এদের ছয় জন আমেরিকার, একজন স্পেনের এবং অপরজন মেক্সিকোর। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের প্রাক্কালে দাতা সংস্থা অক্সফাম আজ এই তথ্য প্রকাশ করেছে।

পৃথিবীর মোট জনসংখ্যার গরীব অর্ধাংশ ৩৬০ কোটি মানুষের হাতে যে সম্পদ রয়েছে তার সমপরিমান সম্পদ রয়েছে মাত্র আট জন ব্যক্তির হাতে। এদের ছয় জন আমেরিকার, একজন স্পেনের এবং অপরজন মেক্সিকোর। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকের প্রাক্কালে দাতা সংস্থা অক্সফাম আজ এই তথ্য প্রকাশ করেছে।

এই শীর্ষ বিলিয়নিয়ারদের মধ্যে মাইক্রোসফটের বিল গেটস, ফেসবুকের মার্ক জাকারবার্গ ও আমাজনের জেফ বেজস রয়েছেন।

গত বছর অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছিল পৃথিবীর মোট সম্পদের অর্ধেকই রয়েছে ৬২ জন ব্যক্তির হাতে। অক্সফাম ধনী-গরিবের ভেতর সুবিশাল বৈষম্য এবং বিশ্ব রাজনীতিতে অস্থিতিশীলতার মধ্যে সংযোগের প্রতি ইঙ্গিত দিয়েছে।

‘অ্যান ইকোনমি ফর দ্য নাইনটি নাইন পারসেন্ট’ শীর্ষক প্রতিবেদনে অক্সফাম জানায়, ভারত ও চীনে সম্পদের অসম বন্টনের যে তথ্য তাদের হাতে এসেছে তাতে নতুন করে হিসাব করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

প্রতিষ্ঠানটির ভাষায়, “ব্রেক্সিট থেকে ডোনাল্ড ট্রাম্পের বিজয় পর্যন্ত মূলধারার রাজনীতিতে বর্ণবাদ ও মোহভঙ্গের যে বিস্তার ঘটেছে এর ফলে উন্নত দেশের অনেক মানুষ এই অবস্থা আর মেনে নিতে পারছেন না।”

এদিকে, আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দাভোসে চলবে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এই বার্ষিক অধিবেশন। সারা দুনিয়া থেকে রাজনৈতিক ও ব্যবসা-বাণিজ্যের অভিজাতরা যোগ দিবেন এই বৈঠকে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Love road at Mirpur: A youthful street

Certain neighbourhoods in Dhaka have that one spot where people gather to just sit back and relax. For Mirpur, it’s the frequently discussed street referred to as “Love Road”.

6h ago