প্রধানমন্ত্রী স্বর্ণপদকে ভূষিত হলেন ডুয়েটের ৬ শিক্ষার্থী

Duet-logo

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ৬ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৩ ও ২০১৪’ পেয়েছেন।

২০১৩ সালের পদকপ্রাপ্তরা হলেন পুরকৌশল বিভাগের মো মাজহারুল মান্নান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের আলমগীর হোসেন (বর্তমানে ডুয়েটের শিক্ষক) এবং যন্ত্রকৌশল বিভাগের শাওন তালুকদার (বর্তমানে ডুয়েটের শিক্ষক)।

২০১৪ সালের পদকপ্রপ্তরা হলেন পুরকৌশল বিভাগের মো রেইন ম্যান রাজা (বর্তমানে ডুয়েটের শিক্ষক), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আইয়ুব আলী এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ওমর ফারুক।

ডুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের সহকারী পরিচালক কামরুন নাহার আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ২২ মার্চ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৩ ও ২০১৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। স্বাগত বক্তব্য দেন ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম।

প্রসঙ্গত, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাসে যারা মেধাতালিকায় আসছেন, তাঁদের মধ্য থেকে যাচাই-বাছাই করে এই স্বর্ণপদক দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Aid allocation to be trimmed in next budget

The plan comes as $42.85b foreign funds remained unused at start of current FY

14h ago