মানিকগঞ্জে ২০ রোহিঙ্গার সন্ধান

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত থেকে প্রাণ বাঁচাতে সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী বাংলাদেশে প্রবেশ করা ২০ রোহিঙ্গার সন্ধান মিলেছে কক্সবাজার সীমান্ত থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে মানিকগঞ্জ জেলায়।
rohingyas in manikganj
১৩ সেপ্টেম্বর ২০১৭, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন জায়গা থেকে ২০জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। ছবি: স্টার

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত থেকে প্রাণ বাঁচাতে সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী বাংলাদেশে প্রবেশ করা ২০ রোহিঙ্গার সন্ধান মিলেছে কক্সবাজার সীমান্ত থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে মানিকগঞ্জ জেলায়।

মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, উদ্ধারকৃত রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের পর নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা পথ হারিয়ে ফেলেন। বিভিন্ন জেলা পেরিয়ে অবশেষে তারা মানিকগঞ্জে আসেন।

খবর পেয়ে গতকাল (১৩ সেপ্টেম্বর) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের উদ্ধার করা হয় বলে পুলিশ সুপারের বরাত দিয়ে আমাদের মানিকগঞ্জ সংবাদদাতা জানান।

উদ্ধারকৃতদের মধ্যে তিনজন পুরুষ, ছয়জন নারী ও ১১জন শিশু রয়েছেন। তাদেরকে পুলিশি প্রহরায় সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে।

মাহফুজুর রহমান আরও জানান যে আগামীকাল এই রোহিঙ্গাদের কক্সবাজারে শরণার্থী শিবিরে পাঠিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত অন্তত চার লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে প্রতিবেশী বাংলাদেশে প্রবেশ করেছেন বলে আজ ইউনিসেফের পক্ষ থেকে জানানো হয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সংঘাতের শিকার রোহিঙ্গারা সেখানে “গণহত্যার” হাত থেকে বাঁচার জন্যে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন। প্রতিদিনই সীমান্ত পাড়ি দিয়ে রোহিঙ্গারা এ দেশে প্রবেশ করছেন।

Comments

The Daily Star  | English

The story of Gaza genocide survivor in Bangladesh

In this exclusive interview with The Daily Star, Kamel provides a painful firsthand account of 170 days of carnage.

1d ago