শ্রদ্ধা ও শোকে মুহ্যমান পশ্চিমবঙ্গ

প্রয়াত কংগ্রেস নেতা এবং ভারতে সরকারের প্রাক্তন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী প্রিয় রঞ্জন দাশমুন্সির দেহ নিয়ে আসা হল কলকাতায়। সোমবার গভীর রাতে দিল্লি থেকে কলকাতায় পৌঁছায় তার দেহবাহী বিশেষ বিমান। রাতে কলকাতার 'পিস হেভেন' মরচুরয়ারিতে রাখা হয় প্রয়াতের মরদেহ।
Priyaranja Dashmunsi
ভারতের সাবেক তথ্য ও প্রযুক্তি মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির লাশ কলকাতায় আনার পর শেষ শ্রদ্ধা জানানো হয়। ছবি: স্টার

প্রয়াত কংগ্রেস নেতা এবং ভারতে সরকারের প্রাক্তন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী প্রিয় রঞ্জন দাশমুন্সির দেহ নিয়ে আসা হল কলকাতায়। সোমবার গভীর রাতে দিল্লি থেকে কলকাতায় পৌঁছায় তার দেহবাহী বিশেষ বিমান। রাতে কলকাতার 'পিস হেভেন' মরচুরয়ারিতে রাখা হয় প্রয়াতের মরদেহ।

২১ নভেম্বর মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় রাজ্য কংগ্রেসের সদর দফতরে মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন মরদেহের কফিন কংগ্রেসের পতাকা দিয়ে ডেকে দেন।

এরপর সেখানে দাঁড়িয়ে একে একে কংগ্রেস নেতা সৌমেন মিত্র, তৃণমূল নেতা ও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, ক্ষীতি গোস্বামী, তৃণমূল নেতা সৌগত রায় প্রমুখ নেতৃত্ব প্রয়াত বর্ষীয়ান নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।

বিধানভবনে এক ঘণ্টা মৃতদেহ রাখার পার কলকাতায় তাঁর বাসভবনে কিছু সময়ের জন্য নিয়ে প্রিয়রঞ্জনের দেহ রাখা হয়। সেখান থেকে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনে কিছু সময়ের শ্রদ্ধা জানাতে মরদেহ রাখার কথা রয়েছে। দুপুরে ভারতীয় সেনা বাহিনীর ও রাজ্য সরকারের দেওয়া দুটি হেলিকপ্টারে মরদেহ ও প্রয়াতের পরিবারের লোকদের নিয়ে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে। যেখান থেকে তার রাজনৈতিক উত্থান। এদিন বিকালেই রায়গঞ্জ মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রিয়রঞ্জন দাশমুন্সির শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে বলে কংগ্রেস থেকে জানানো হয়।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মঙ্গলবার অর্ধদিবস ছুটি দিয়ে প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতার প্রতি সরকারি শ্রদ্ধা জানাচ্ছে। 

প্রায় ৯ বছর কোমায় আচ্ছন্ন থাকার পর সোমবার দুপুরের দিল্লির একটি বেসরকারি হাসপাতালের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রিয়রঞ্জন। ২০০৮ সালে ১২ অক্টোবর অসুস্থ হয়েছিলেন তৎকালীন তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী।

Comments