ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আপাতত বাধা নেই
নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনটি লিভ টু আপিল (আপিলের অনুমতির জন্য আবেদন) শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে বলে জানিয়েছে আপিল বিভাগ। লিভ টু আপিলের শুনানির জন্য আগামী মঙ্গলবার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ আবেদনের শুনানির সময় এ কথা জানান।
মোবাইল কোর্ট অ্যাক্ট ২০০৯ এর যেসব বিধান অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় হাইকোর্ট গত বছর ১১ মে রায়ে তাকে সংবিধান বিরোধী বলে উল্লেখ করেন। পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায়।
Comments