‘রণবীরের পরিবার শাড়ি-গয়না দিয়েছে দীপিকাকে’

দীপিকা-রণবীরের বাগদানের গুঞ্জন!

Deepika and Rabveer
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ছবি: সংগৃহীত

বলিউড-পাড়ায় যে বিষয়টি এখন বেশি আলোচিত হচ্ছে তা হলো কোন দিকে গড়াচ্ছে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের কথিত সম্পর্ক।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বলিউডের এই বিশিষ্ট অভিনয় জুটির বাগদানের গুঞ্জনও দিনে দিনে বেশ জোরালো হচ্ছে। কেননা, গত ৫ জানুয়ারি মালদ্বীপে দীপিকার জন্মদিন উদযাপন করতে গিয়েছিলেন দুজনেরই পরিবার।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ডেকান ক্রনিকল জানায়, দীপিকা ও রণবীরের পরিবার এই জুটির সম্পর্কের বিষয়ে তাদের সম্মতি জানিয়েছে। দীপিকার পরিবার যেমন পছন্দ করেছে রণবীরকে তেমনি রণবীরের পরিবারের পছন্দ দীপিকাকে। যদিও এ বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তাঁদের পরিবার থেকে।

সূত্র মতে, “রণবীরের পরিবার দীপিকার জন্মদিন উপলক্ষে তাঁকে এক সেট হীরের গয়না ও একটি সব্যসাচী শাড়ি উপহার দিয়েছে।” এতে দীপিকা বেশ আপ্লুত বলেও খবরে উল্লেখ করা হয়।

এদিকে, দীপিকার বাবা বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোন সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, “বাবা হিসেবে আমি আমার মেয়েকে তাঁর যে কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছি।”

এরপর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, এ বছরেই দীপিকা-রণবীরের ভক্তরা পেয়ে যেতে পারেন এই জুটির বিয়ের দাওয়াত।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

33m ago