আইপিএলে সাকিবকে দলে নিল হায়দরাবাদ
আইপিএলের নিলামে সাকিব আল হাসানকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ভারতীয় ২ কোটি রুপিতে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে দলে নিল দলটি।
এর আগে সাত মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছেন সাকিব। এবার তাকে নিলামের জন্য ছেড়ে দেয় কলকাতা। নিলাম থেকে সাকিবকে দলে ভেড়ালো হায়দরাবাদে।
নিলামে সাকিবের বেস প্রাইজ ছিল ১ কোটি রুপি। নিলামের প্রথম দিনে চমক হয়ে এসেছে ক্রিস গেইল ও জো রুটের বিক্রি না হওয়া।
Comments