টি-টোয়েন্টিতে অসাধারণ এক ডাবলের রেকর্ড সাকিবের

Shakib AL Hasan
ছবি: এএফপি

রেকর্ডের দোরগোড়ায় ছিলেন আগের দুই ম্যাচ থেকেই। হতে হতেও হচ্ছিল না, বাড়ছিল অপেক্ষা। অবশেষে এলো সেই ক্ষণ। টি-টোয়েন্টিতে ৪ হাজার রান করেছেন আগেই।  এবার উইকেটও হয়ে গেল ৩০০টি। ডোয়াইন ব্রাভোর পর মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সব ধরণের টি-টোয়েন্টিতে এমন রেকর্ড গড়লেন সাকিব আল হাসান।

মঙ্গলবার রাতে সাকিবের ৩০০তম শিকারে পরিণত হন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ১১৯ রান ডিফেন্ড করতে গিয়ে ইনিংসের ৬ষ্ঠ ওভারে ডাক পড়ে সাকিবের। বল করতে এসে  নিজের দ্বিতীয় বলেই নেন উইকেট। তার বলে স্লিপে শিখর ধাওয়ানকে ক্যাচ দেন ২ রান করা রোহিত।

দুনিয়াজুড়ে ফ্রেঞ্চাইজি লিগ খেলে বেড়ানো ক্যারিবিয়ান ব্রাভো টি-টোয়ন্টি এ পর্যন্ত  রান করেছেন ৫৬০৭, উইকেট নিয়েছেন ৪১৭টি। সাকিবের ৩০০ উইকেটের পাশে আছে ৪০৬৯ রান। ব্রাভো ম্যাচ খেলেছেন ৩৮০টি, সাকিব ডাবল স্পর্শ করলেন ২৬০ ম্যাচে। ২৯২তম ম্যাচে এই ডাবল পূরণ করেছিলেন ব্রাভো। 

টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট ও ৩ হাজার রানও আছে একজনেরই। ২৭৪ ম্যাচে ৩০০ উইকেট আর ৩ হাজার ৮৯৩ রান করেছেন শহীদ আফ্রিদি।

টি-টোয়েন্টিতে সাকিবসহ ৩০০ উইকেট শিকারী বোলার মাত্র ৫ জন। ৩৪৮ উইকেট আছে লাসিথ মালিঙ্গার, ৩২১ উইকেট পকেটে নিয়ে এগুচ্ছেন সুনিল নারিন।

রেকর্ড গড়ার ম্যাচ ব্যাট হাতে অবশ্য ব্যর্থ হয়েছেন সাকিব। রান আউট হয়েছেন ২ রান করে। তবে তাতে সমস্যা হয়নি। মাত্র ১১৮ রান করেও ৩১ রানে জিতেছে তার দল। মুম্বাই ইন্ডিয়ান্সকে ৮৭ রানে গুটিয়ে দেওয়ার ম্যাচে ৩ ওভার বল করে ১৬ রান ওই একটাই উইকেট সাকিবের। 

Comments

The Daily Star  | English

US bomber jets leave UK base; Iran launches 'Fattah-1 missiles' towards Israel

Israel and Iran attacked each other for a sixth straight day on Wednesday, and Israeli air power reigns over Iran, but needs US for deeper impact

10h ago